ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

আরো খবর

শেয়ার
আরো খবর
‘পদাতিক’-এর পোস্টারের একাংশ

■ অভিনেতা সিয়াম আহমেদ ও তাঁর স্ত্রীর পাহাড়ি সাজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের পরিচয় দেওয়া হয়েছে পাংখোয়া নৃগোষ্ঠীর মানুষ হিসেবে। বিষয়টি নিয়ে বিব্রত সিয়াম। জানিয়েছেন, তিন বছর আগে সাজেকে ঘুরতে গিয়ে ছবিটি তুলেছিলেন তাঁরা।

■ গুরুতর অসুস্থ হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা। সর্বশেষ খবর, তাঁর হার্টে রিং পরানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এখন তিনি শঙ্কামুক্ত।

■ ৩০ জুন শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নে সেট কোড হিসেবে বিভিন্ন ব্যান্ডের নাম ব্যবহার করা হয়েছে। তালিকায় আছে বাংলাদেশের ওয়ারফেজ, মাইলস, অবসকিউর, লালন, অ্যাশেজ, চিরকুট, আভাসসহ পশ্চিমবঙ্গের পরশপাথর, দোহার, ক্যাকটাস।

■   অবশেষে ঘোষণা করা হয়েছে সৃজিত মুখর্জির বহুল আলোচিত ছবি ‘পদাতিক’-এর মুক্তির তারিখ। ভারতের স্বাধীনতা দিবসে [১৫ আগস্ট] পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ফাউন্ডেশন সিজন ৩

শেয়ার
ফাউন্ডেশন সিজন ৩
‘ফাউন্ডেশন—সিজন ৩’ সিরিজের দৃশ্য

শুক্রবার অ্যাপল টিভি প্লাসে এসেছে জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন সিরিজ ‘ফাউন্ডেশন—সিজন ৩’। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক আইজ্যাক আসিমভের লেখা একই নামের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন রুপার্ট স্যান্ডার্স। গল্পের পরতে পরতে রয়েছে ঝুঁকিপূর্ণ নাটকীয়তা, যেখানে এক রহস্যময় টেলিপ্যাথ ‘দ্য মিউল’-এর কারণে হুমকির মুখে পড়ে ছায়াপথের ক্ষমতার ভারসাম্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাসিয়ান বিলটন, লরা বিয়ার্ন ও জ্যারেড হ্যারিস।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

প্রেম পিয়াসী

শেয়ার
প্রেম পিয়াসী
‘প্রেম পিয়াসী’ ছবিতে সালমান শাহ ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব। পরিচালক রেজা হাসমত। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : কলেজের অনুষ্ঠানে নিজেরই লেখা একটি গান গাওয়ার পরিকল্পনা করে হৃদয়।

গানের কথাগুলো যে কাগজে লিখেছিল, কলেজে যাওয়ার পথে সেটি উড়ে যায়। খুঁজে পায় অন্তরা। কলেজের অনুষ্ঠানে হৃদয়ের সামনেই গানটি পরিবেশন করে অন্তরা। শুরু হয় দুজনের কথার লড়াই, লড়াই থেকে প্রেম।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। কারণ দুজন দুই ধর্মের।

প্রাসঙ্গিক
মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর
আজমেরী হক বাঁধন

■ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচগানে মেতে উঠবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, আলিফ, আর্নিকসহ অনেকে।

■ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।

লিখেছেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? আমি কি সত্যিই যা মনে করি তা বলতে পারি? নাকি সত্যি কথা বলার অপরাধে আমিই হব পরবর্তী টার্গেট?’

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক

এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে বাংলাদেশের কাজী নওশাবা আহমেদের। দুর্গাপূজায় মুক্তি পাবে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। দুই বছর আগেই অনিক দত্তের ছবিটির শুটিং করেছেন নওশাবা। ১১ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

নওশাবা বলেন, ‘এ কাজটি আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এত দিন পর মুক্তি পেতে যাচ্ছে, তা-ও  দুর্গাপূজায়! এটা আমার জন্য বিশেষ আনন্দের।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ