ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭
দ্বিধাবিভক্ত আরবোভাইরাস

কানাডায় চার সদস্যের পুনর্মিলন ঢাকায় ভিন্ন সুর

শেয়ার
কানাডায় চার সদস্যের পুনর্মিলন ঢাকায় ভিন্ন সুর
‘আরবোভাইরাস’-এর আদি চার সদস্য—সূফী, রঞ্জন, আদনান ও নাফিস। চারজনই আছেন দেশের বাইরে

ব্যান্ড ‘আরবোভাইরাস’ নিয়ে জটিলতা কাটছে না সহসাই। একদিকে ঢাকায় সুহার্তো শেরিফ [প্রতিষ্ঠাতা সদস্য] নতুন সতীর্থ নিয়ে ব্যান্ড পরিচালনা করছেন, অন্যদিকে বিদেশে এক হয়ে গান-কনসার্ট করছেন ব্যান্ডটির আদি চার সদস্য সূফী, রঞ্জন, আদনান ও নাফিস। দুই পক্ষের কথা শুনেছেন কামরুল ইসলাম

রক ব্যান্ড হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে ‘আরবোভাইরাস’-এর। দুই দশকের বেশি সময়ের পথচলায় রেকর্ডকৃত গান কিংবা কনসার্ট—নিজস্ব ঢঙে মাতিয়ে রেখেছে ব্যান্ডটি।

তবে ব্যান্ড সংস্কৃতির চিরচেনা ভাঙনের ঝড় এড়াতে পারেনি ‘আরবোভাইরাস’। ২০১৮ সালে ব্যান্ডটির গীতিকার ও গিটারিস্ট আসিফ আসগর রঞ্জন চলে যান যুক্তরাজ্যে। করোনা মহামারির পর অস্ট্রেলিয়া পাড়ি জমান আরেক সদস্য আহমেদ আদনান আলম [বেজিস্ট]। সর্বশেষ ২০২২ সালে বিদেশে পাড়ি জমান ড্রামার নাফিস আল আমিন ও ব্যান্ডটির প্রাণভোমরা ভোকাল সূফী ম্যাভরিক [আশরাফুজ্জামান ইউসূফী]।

রঞ্জনের দেশত্যাগের পর থেকে সূফী ও অন্যরা মিলে ব্যান্ডের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু প্রতিষ্ঠাকালীন আরেক সদস্য সুহার্তো শেরিফের অসহযোগিতার কারণে স্থায়ী সমাধান হয়নি বলে জানান সূফী। বিস্ময়কর ব্যাপার হলো, সূফী কানাডায় চলে যাওয়ার পর নতুন সদস্য নিয়ে ‘আরবোভাইরাস’ পরিচালনা শুরু করেন সুহার্তো। এ নিয়ে দ্বন্দ্ব পৌঁছে চরমে। গত বছরের জুনে সুহার্তোকে আইনি নোটিশ পর্যন্ত দিয়েছিলেন সূফী, রঞ্জন, আদনান ও নাফিস।

বিষয়টির স্পষ্ট কোনো সুরাহা হয়নি এখনো। তিন দিন আগে কানাডা থেকে সূফী জানালেন, সেখানেই পুনর্মিলন হতে যাচ্ছে তাঁদের। সুহার্তো নয়, বাকি চার সদস্যই উঠছেন মঞ্চে। ১৭ আগস্ট টরন্টোতে ‘বাংলাদেশ রক ফেস্ট’-এ গাইবেন তাঁরা। যেখানে আরো পারফরম করবে ঢাকার ‘শূন্য’, ‘স্টোইক ব্লিস’ ও ‘আইরনক্লেফ’।

সূফী বলেন, “আরবোভাইরাস বলতে আমরা চারজনই ছিলাম এবং আছি। সুহার্তো প্রতিষ্ঠাকালীন সদস্য বটে, তবে প্রথম অ্যালবামের পর থেকে তার কোনো ভূমিকা ছিল না। অথচ এখন দেশে থাকার সুবাদে ব্যান্ডের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব দখল করে রেখেছে সে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন গান পর্যন্ত সরিয়ে ফেলেছে। এসব তো মানা যায় না। আমরা চারজন [সূফী, রঞ্জন, আদনান ও নাফিস] ভিন্ন দেশে থাকলেও এখন থেকে এক হয়েই গান করব। এই যাত্রার শুরুটা হচ্ছে টরন্টো কনসার্ট দিয়ে। এরপর ১৮ আগস্ট কানাডার উইন্ডসরে কনসার্ট করব আমরা।”

সূফী আরো বলেন, আদি সদস্যরা এক হয়ে নতুন একটি অ্যালবামের কাজও গুছিয়ে নিয়েছে। ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের সেই অ্যালবামের প্রথম গান প্রকাশ করা হবে কনসার্ট১৭ আগস্টের কনসার্টে। সূফী বলেন, ‘গান প্রকাশ ছাড়াও ভক্তদের জন্য বিশেষ চমক থাকছে। দীর্ঘ ১৬ বছর পর আমাদের পুরনো সদস্য ড্রামার তানিম ও বেজিস্ট জিশান যোগ দিচ্ছে কানাডা ট্যুরে। তাই এই শোকে বলা যেতে পারে আরবোভাইরাসের পুনর্মিলনী।’

এদিকে ‘আরবোভাইরাস’ নামে দেশে নিয়মিত শো করছেন সুহার্তো শেরিফ, প্রকাশ করছেন গানও। ২৮ জুন প্রকাশ করেছেন ‘হয়তো’ শিরোনামের একটি গান। এই জটিলতার সমাধান হবে কিভাবে? সূফী বলেন, “দেখুন দেশে না থাকলে মানুষের জায়গা-জমি পর্যন্ত দখল হয়ে যায়! ব্যান্ডের ট্রেড লাইসেন্স আমার নামে করা, অংশীদারি কম্পানি আইনে নিবন্ধন করা আছে ‘মেসার্স আরবোভাইরাস’ নামে। সুতরাং এটা তো তার ব্যক্তিগত দল না। জানুয়ারিতে আমরা দেশে ফিরব। তখন এটা নিয়ে জোরালো পদক্ষেপ নেব।”

বিষয়টি নিয়ে একেবারে বিপরীত বক্তব্য পাওয়া গেল সুহার্তো শেরিফের কাছ থেকে। তিনি বলেন, “আমি ‘আরবোভাইরাস’-এর প্রতিষ্ঠাতা। আমার ব্যান্ডে এ পর্যন্ত অনেকেই পারফরম করেছে। এর মধ্য থেকে দুই-তিনজন যদি বিদেশে গিয়ে গান-কনসার্ট করে, আমি কী করতে পারি? তারা এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। তা ছাড়া আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। কারণ এতে দিনশেষে ব্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সূফী ম্যাভরিক ২০২২ সালে ঘোষণা দিয়ে ব্যান্ড ছেড়েছে। এখন সে যদি নিজেকে ব্যান্ডের সদস্য দাবি করে, তাহলে তো হবে না। আর ট্রেড লাইসেন্সের কথা বলছে, এগুলো অল্প কিছু টাকা দিয়ে যে কেউ করতে পারে।”

উল্লেখ্য, ২০০১ সালে সুহার্তো শেরিফ, আসিফ আজগর রঞ্জন এবং হিমেলের সমন্বয়ে গঠিত হয় ‘আরবোভাইরাস’। পরের বছর এতে ভোকাল হিসেবে যোগ দেন সূফী। ২০০৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘৬৪ মিনিট ৫৩ সেকেন্ড’ প্রকাশিত হয় এবং এর মাধ্যমে শ্রোতামহলে জায়গা করে নেয় ব্যান্ডটি। পরে আরো কিছু অ্যালবাম ও সিঙ্গেলস প্রকাশ করেছে তারা।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫

শেয়ার
ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫
‘ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫’ ধারাবাহিকের দৃশ্য

মাসখানেক আগে বঙ্গতে প্রচার শুরু হয় কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবার এসেছে ইউটিউবে। বৃহস্পতিবার রাতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে প্রথম পর্ব। এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ।

চার ব্যাচেলর যুবকের নানা কাণ্ড নিয়ে ধারাবাহিকটির গল্প। অভিনয়ে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

আমার জান আমার প্রাণ

শেয়ার
আমার জান আমার প্রাণ
অপু বিশ্বাস ও শাকিব খান

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রেসি। পরিচালনা সোহানুর রহমান সোহান। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।

গল্পসূত্র : গ্রামে কাবাডি খেলায় জিতে এক কম্পানির মডেল হওয়ার প্রস্তাব পায় আসিফ।

শহরে আসে মডেল হতে। বাসা ভাড়ার জন্য দরকার বউ। অন্যদিকে বাবার পছন্দে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে অদিতি। আসিফের সঙ্গে বউ সেজে ভাড়া বাসায় ওঠে।
পরে দুজনেই জানতে পারে, তারা ছোটবেলার সাথি।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘দেনা পাওনা’ ধারাবাহিকের দৃশ্য

দেনা পাওনা

দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

 

সঙ্গে শাকিরা

বিবিসি নিউজে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ আয়োজন ‘অ্যাকসেস অল এরিয়াস’।

এ পর্বে টিম পৌঁছেছে লাতিন পপ তারকা শাকিরার কাছে, মিয়ামি কনসার্টের ব্যাকস্টেজের নানা ঘটনা আর মঞ্চে তাঁর পারফরমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এতে।

প্রাসঙ্গিক
মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর
হুমাইরা আসগর আলী

■ চমক দেখিয়ে বাংলাদেশে এলো নতুন ‘সুপারম্যান’। গতকাল দেশের একাধিক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে জেমস গানের সুপারহিরো ছবিটি। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে ৩৫ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে ছবিটির অগ্রিম টিকিট।

■ হলিউড ছবির প্রচারে ভারতের ‘পঞ্চায়েত’।

২ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে জন সিনা, ইদ্রিস এলবা ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘হেডস অব স্টেট’। ছবিটির প্রচারের জন্য একই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’কে ব্যবহার করা হয়েছে। পঞ্চায়েতের প্রধানজির [রঘুবীর যাদব]  সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও কল কনটেন্ট প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

■ দিন কয়েক আগে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

এবার তদন্তে বেরিয়ে এসেছে, অভিনেত্রীর মৃত্যু হয়েছিল প্রায় ৯ মাস আগে। এ ঘটনায় তোলপাড় পাকিস্তানি শোবিজ অঙ্গন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ