■ সোমবার রাতে আরটিভি মিউজিকে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ও রেহান রসুলের দ্বৈত গান ‘মন পাগল’। কক্সবাজারে চিত্রায়িত গানটির ভিডিওতে মডেল হয়েছেন অনামিকা ও হিমেল। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।
■ ২৪ মে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে মুক্তি পাবে ‘ফিউরিওসা : আ ম্যাড ম্যাক্স সাগা’।
এদিন থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ছবিটি।
■ কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’। শরিফুল রাজ ও ইধিকা পাল অভিনীত ছবিটি শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাবে না বলে জানিয়েছেন নির্মাতা।
■ অভিনেত্রী মাহিয়া মাহিকে দুটি ফ্ল্যাট ও একটি গাড়ি উপহার দিয়েছিলেন বলে দাবি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তবে এই ব্যাপারে মাহি এখনো কিছু বলেননি।
■ ক্যাটরিনা কাইফ মা হচ্ছেন বলে ফের গুঞ্জন রটেছে। একটি ভিডিও ক্লিপে দেখা গেছে লন্ডনের ফুটপাত দিয়ে হাঁটছেন তিনি ও ভিকি কৌশল। ক্যাটরিনার পরনে ট্রাউজার এবং শরীরের চেয়ে বড় সাইজের কোট।
বিপরীত দিক থেকে দ্রুত হেঁটে আসা এক ব্যক্তিকে দেখে ভিকি সতর্ক হন, ক্যাটরিনাকে আগলে নেন। এর পর থেকে নেটিজেনরা দাবি করছে, এবার সত্যিই মা হচ্ছেন ক্যাট। বছরের শুরুতে আরো একবার তাঁর মা হওয়ার গুঞ্জন রটেছিল।