ছবির প্রচারণা চালাচ্ছেন?
হ্যাঁ, কয়েক দিন ধরে প্রমোশনের কাজই করছি। আজ [গতকাল] দুপুরে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, সন্ধ্যায় একটি পত্রিকা অফিসে যাব। এই সপ্তাহ আর কোনো শুটিং রাখিনি। শুধুই ‘শ্যামাকাব্য’র প্রমোশন।
ছবির প্রচারণা চালাচ্ছেন?
হ্যাঁ, কয়েক দিন ধরে প্রমোশনের কাজই করছি। আজ [গতকাল] দুপুরে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, সন্ধ্যায় একটি পত্রিকা অফিসে যাব। এই সপ্তাহ আর কোনো শুটিং রাখিনি। শুধুই ‘শ্যামাকাব্য’র প্রমোশন।
‘শ্যামাকাব্য’র শ্যামা তো আপনি। ছবি মুক্তির আগে চাপ অনুভব করছেন?
আমার বরং অনেক আনন্দ লাগছে, মনে হচ্ছে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম। পাশাপাশি চাপও আছে। গত বছর নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
‘শ্যামাকাব্য’তে সুযোগ পাওয়ার গল্পটা বলেন...
সৌদ ভাইয়ের ‘গহীন বালুচর’-এ অভিনয় করেছিলাম। তখন থেকেই তাঁর এবং সুবর্ণা মুস্তাফা ম্যামের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ‘শ্যামাকাব্য’র শুরুতে আমি অভিনয় করব এমন কথাই ছিল। কয়েকবার পাণ্ডুলিপিও পড়েছিলাম। সৌদ ভাই চেয়েছিলেন শ্যামা চরিত্রে শ্যাম বর্ণের অভিনেত্রী নেবেন, যাঁকে মেকআপ ছাড়াই শ্যামলা লাগবে।
আর কোনো চলচ্চিত্র করছেন?
মাঝখানে ‘অন্তর্বর্তী’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করেছি। এস এম কাইয়ুমের এই ছবিতে আমার সঙ্গে আছেন আবু হুরায়রা তানভীর। শুটিং শেষে এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। কিছুদিন আগে শুরু করেছি মুস্তাফিজুর রহমান মানিকের ‘রুখসার’-এর শুটিং। আরো কয়েকটির প্রস্তাব আছে, চূড়ান্ত হলে জানাব।
আট বছরের ক্যারিয়ারে আপনার কাজের সংখ্যা অনেক কম...
এটা সবাই বলেন, আমিও মানি। মাঝখানে কিছুদিন শোবিজ থেকে দূরে ছিলাম। অভিনয়ে মনোযোগ দিতে পারিনি। এখন কিন্তু নিয়মিত কাজ করছি। রোজার ঈদে আমার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। এরই মধ্যে কোরবানির ঈদের তিন-চারটি নাটকের শুটিং করেছি। অতীতের গ্যাপটা কিছুদিনের মধ্যেই পূরণ করে দেব আশা করি।
গত বছর সেপ্টেম্বরে কালের কণ্ঠকে জানিয়েছিলেন, ‘প্রেম ছিল, এখন নেই। খুব শান্তিতে আছি।’ শান্তিটা এখনো বজায় আছে?
কাজের ধারাবাহিকতা দিয়েই বোঝেন। মাঝখানে যে গ্যাপটা পড়েছিল সেটা মানসিক অবস্থার কারণে পড়েছিল। প্রেম করি না বলেই এখন নিয়মিত কাজ করতে পারছি। অভিনেত্রীর জীবন হতে হবে স্বাধীন, নইলে তিনি সফল হতে পারবেন না।
ওটিটিতে কাজ করছেন?
আমি আগ্রহী। কেন জানি ভাগ্যটা ফেভার করছে না। ঠিকঠাক প্রস্তাব পেলে এই মাধ্যমে নিয়মিত কাজ করব।
সম্পর্কিত খবর
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে জুলাই নিয়ে নতুন একটি গান বেঁধেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামের গানটি। বরাবরের মতোই কথা-সুর সাজিয়েছেন সায়ান নিজে; সংগীতায়োজনে শফিকুজ্জামান শাওন।
এদিকে জুলাই বর্ষপূর্তিতে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হয়েছে বিশেষ কনসার্ট।
এ ছাড়া পরিবেশনায় থাকবেন আহমেদ হাসান সানি, র্যাপার সেজান, তাশফি প্রমুখ।
বুধবার নেটফ্লিক্সে এসেছে নতুন সিরিজ ‘এমি ব্র্যাডলি ইজ মিসিং’। ১৯৯৮ সালে একটি ক্যারিবিয়ান ক্রুজশিপ থেকে উধাও হয়ে যায় ২৩ বছর বয়সী এক তরুণী। এর পেছনের রহস্য জানতে মরিয়া হয়ে যায় তার পরিবার। সে ঘটনাই পর্দায় তুলে এনেছেন নির্মাতা ফিল লট ও অ্যারি মার্ক।
অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।
গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়।
ভালোবাসার আলো-আঁধার
দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।
ট্রিহাউজ মাস্টারস
এনিম্যাল প্লানেটে বিকেল ৩টায় রয়েছে রিয়েলিটি সিরিজ ‘ট্রিহাউজ মাস্টারস’।