<p><strong>দেশা—দ্য লিডার</strong></p> <p>অভিনয়ে শিপন মিত্র, মাহিয়া মাহি, তারিক আনাম খান। পরিচালনা সৈকত নাসির। সকাল ৮টা ৪৫ মিনিট, এনটিভি।</p> <p> </p> <p>গল্পসূত্র : দেশের পরবর্তী নেতা নির্বাচনের রিয়ালিটি শো আয়োজন করে একটি টিভি চ্যানেল। অজপাড়াগাঁয়ের ছেলে সেলিম হয় বিজয়ী। জাতীয় নেতা হাসান হায়দার চলে আসে সেলিমের বাড়িতে। এই নেতাকে বিরোধী দলের আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে নিজের মা-বাবাকে হারায় সেলিম। তাকে শহরে নিয়ে আসে হাসান হায়দার। দেশা নাম দিয়ে সেলিমকে জাতীয় নির্বাচনে প্রার্থী করে হাসান।</p> <p> </p> <p> </p> <p> </p>