ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

আরো খবর

শেয়ার
আরো খবর
‘এশা মার্ডার—কর্মফল’-এর টিজারে আজমেরী হক বাঁধন

গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সানী সানোয়ারের ছবি এশা মার্ডারকর্মফল-এর টিজার। টিজারে পুলিশ কর্মকর্তার চরিত্রে আজমেরী হক বাঁধনের উপস্থিতি পছন্দ করেছে দর্শক। আগে জানানো হয়েছিল, আসছে রোজার ঈদে সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। তবে টিজারে জানানো হলো, রোজার ঈদে নয় কোরবানির ঈদে মুক্তি পাবে।

অভিনয়ে আরো আছেন মিশা সওদাগর, পূজা ক্রুজ প্রমুখ।

 

সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ডেডবডি। এমডি ইকবালের ছবিটির প্রচারণা এরইমধ্যে শুরু হয়েছে। পরিচালক জানালেন, বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি।

এই ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জিয়াউল রোশান, ওমর সানী, অন্বেষা রায়, মিষ্টি জাহান প্রমুখ।

 

সোমবার জানা গেল, মা হচ্ছেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। সেদিনই বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা।

 

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান রাঙা সকাল-এর ঈদের বিশেষ পর্বে হাজির হবেন এক সময়ের জনপ্রিয় মডেল লামিয়া তাবাসসুম চৈতী।

আফজাল হোসেনের পরিচালনায় জীবনে একটি টেলিফিল্মেই অভিনয় করেছিলেন চৈতি—‘ছবির মতো মেয়েরাঙা সকাল-এ তিনি জানিয়েছেন, সময়-সুযোগ হলে এবং মনের মতো চরিত্র পেলে অভিনয়ে ফিরবেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?

দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।

এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকে কথা বলেছেন। বিদ্যা বালানের মতে, কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি।

বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

অনুষ্ঠানে হাজির হবেন বলিউডের জনপ্রিয় সব তারকা।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

শিল্প পুনরুদ্ধার

শেয়ার
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্টরিটার্ন দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

মন্তব্য

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

শেয়ার
আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ওহে শ্যাম, প্রেমের বাক্সর মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। আবার হঠাৎ বৃষ্টি নামের ছবিতে একটা গল্প শিরোনামের গানটি ব্যবহৃত হবে।

২১ জুলাই ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটি। ইমন সাহা বলেন, খুব মিষ্টি একটা সুরের গান। ইমরান ও কণা আমার প্রিয় দুই শিল্পী। তাদের সঙ্গে আগেও অনেক গান করেছি।
বেশির ভাগ গান শ্রোতারা পছন্দ করেছেন। এবারও গানটি সবার ভালো লাগবে।

কণা বলেন, ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

এবারও তাই হয়েছে। গানটি খুব মিষ্টি সুরের। আমি আর ইমরান বেশ মজা করেই গেয়েছি। আবার হঠাৎ বৃষ্টি ছবিটি বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবির রিমেক। এবার ছবিটি নির্মাণের তত্ত্বাবধানে আছেন ছট্কু আহমেদ ও তাজু কামরুল।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

জাস্টিস অন ট্রায়াল

শেয়ার
জাস্টিস অন ট্রায়াল
‘জাস্টিস অন ট্রায়াল’ সিরিজের দৃশ্য

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ জাস্টিস অন ট্রায়াল। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ