ঢাকা, সোমবার ১১ আগস্ট ২০২৫
২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৭

ঢাকা, সোমবার ১১ আগস্ট ২০২৫
২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৭

অভিনয়শিল্পী সংঘ বিষয়টি ভুলেই গেছে

  • গত বছর ১৮ জানুয়ারি শুটিং স্পটে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। এক বছর চিকিৎসা শেষে আবার কাজ শুরু করেছেন মঞ্চে। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
অভিনয়শিল্পী সংঘ বিষয়টি ভুলেই গেছে
শারমিন আঁখি

চেনা জগতে ফিরলেন, আপনাকে স্বাগতম...

ধন্যবাদ। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চে। এক বছর ধরে ভাবছিলাম, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসও শুরু করব মঞ্চ দিয়েই। সেই ইচ্ছা পূরণ হলো।

অরিন্দম নাট্য সম্প্রদায় আমার অভিনয় জীবনের আঁতুড়ঘর। তাদের হাত ধরেই কবি নাটকের মাধ্যমে ২ মার্চ মঞ্চে আমার দ্বিতীয় অধ্যায় শুরু হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।

 

গত এক বছরের দিনগুলো কেমন ছিল?

পুরো ছয় মাস তো ছিলাম অন্ধকার ঘরে। কালো কাপড় দিয়ে ঘেরা ছিল চারপাশ।

রোদ কিংবা আলোর সামনে যেতে পারতাম না। চিকিৎসকের নিষেধ ছিল। তবে ওই সময়টায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। জীবন সম্পর্কে নতুন ধারণা পেয়েছি।
আত্মোপলব্ধিও হয়েছে, বাকি জীবনটা এই অভিজ্ঞতার আলোকে চলতে চাই।

 

কাজ শুরুর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন?

আমি তো মেকআপ নেব না। তা ছাড়া হাতে মোজা পরা থাকবে। চিকিৎসক বলেছেন, মেকআপ না নিলে সমস্যা হবে না। মঞ্চের ক্ষেত্রে আলোটাও খুব বেশি থাকে না।

সব মিলিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। আমি কিন্তু এ বছর টিভি নাটক, ওয়েব ছবি বা সিরিজ করব না। কারণ মেকআপ নিতে হবে। সবাইকে বলেছি, ২০২৫ সালের আগে মঞ্চের বাইরে আর কোনো মাধ্যমে আমাকে দেখা যাবে না।

দুর্ঘটনার পর অভিনয়শিল্পী সংঘ আপনার বিষয়টি নিয়ে একটা টিম করেছিল। ক্ষতিপূরণ পেয়েছেন?

না। পাইনি। হয়তো অভিনয়শিল্পী সংঘ বিষয়টি ভুলেই গেছে। তারাও আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমিও আর ইচ্ছা করে কিছু বলিনি। সংগঠনগুলো আসলে শিল্পীদের কাজে আসে বলে মনে হয় না। আমি মরেও যেতে পারতাম। শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অথচ তারা বিষয়টি আমলেই নিল না। এখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। যে ক্ষতি হয়েছে, সেটাও মেনে নিয়েছি। ওই যে বললাম না, একটা বছর অন্ধকার ঘরে থেকে অনেক বিষয়ে উপলব্ধি হয়েছে। এখন আর অভিযোগ রাখতে চাই না কারো প্রতি।

 

এই এক বছরে সহকর্মীদের পাশে পেয়েছিলেন?

হ্যাঁ, আমার কয়েকজন সহকর্মী সব সময় যোগাযোগ করেছে। মানসিকভাবে সাপোর্ট করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হয়তো সেই সময় সাপোর্টটা না পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত।

 

আগামী বছর আপনাকে পুরোদমে কাজে পাওয়া যাবে?

অবশ্যই। এই একটা বছর আরো বেশি নিজেকে কাজের জন্য প্রস্তুত করে তুলব। অভিনয়ের বিষয়ে পড়াশোনাও করব অনেক। বাসায় থাকলে বিদেশি সিনেমা, সিরিজ দেখব। ভক্তদের কথা দিচ্ছি, আগামী বছর পর্দায় নতুন এক শারমিন আঁখিকে দেখতে পাবেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

এপ্রিলে কানাডায় কনসার্ট করে এসেছেন বাপ্পা মজুমদার ও তাঁর ব্যান্ড দলছুট। এবার সেপ্টেম্বরে তাঁরা যাবেন যুক্তরাষ্ট্র। সেখানকার নিউইয়র্ক, ভার্জিনিয়া, আটলান্টাসহ দশটি শহরে কনসার্ট করবেন তাঁরা।

 

অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ধূমকেতু

গতকাল বিকেল পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে আট হাজারের বেশি। ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

 

বক্স অফিসে ঝড় তুলেছে নতুন ভারতীয় অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিংহ। হোম্বেল ফিল্মসের মহাবতার ইউনিভার্সর প্রথম ছবিটি প্রথম সপ্তাহেই ৪৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করে।

১৬ দিন শেষে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪৫.১৫ কোটি রুপি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

ওহো এনথাম বেবি

শেয়ার
ওহো এনথাম বেবি
‘ওহো এনথাম বেবি’ ছবির দৃশ্য

১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ওহো এনথাম বেবি। বক্স অফিসে সুবিধা করতে না পারলেও তামিল ছবিটি পেয়েছিল ইতিবাচক প্রতিক্রিয়া। শুক্রবার ছবিটি হিন্দিসহ ভারতের পাঁচটি ভাষায় এসেছে নেটফ্লিক্সে। অশ্বিন চলচ্চিত্র বানায়।

মীরার সঙ্গে তার প্রেম। তবে সম্পর্কে নানা সমস্যা। সেসব নিয়ে নতুন ছবির গল্প সাজায় অশ্বিন। কিন্তু ছবির ক্লাইম্যাক্সের মতো বাস্তব সম্পর্কের পরিণতি কি তাই হবে? ছবিটির অভিনয়ে আছেন রুদ্র, মিথিলা পালকার, সুজাতা বাবু, গীতা কাইলাসাম প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

পাষাণ

শেয়ার
পাষাণ
‘পাষাণ’ ছবিতে ওম ও বিদ্যা সিনহা মিম

অভিনয়ে ওম, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর। পরিচালনা সৈকত নাসির। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : রনি একজন ভাড়াটিয়া খুনি।

অন্যদিকে দিয়া একজন সাংবাদিক। অফিস থেকে সে রনির সাক্ষাৎকার নেওয়ার জন্য অনুমতি নেয়। সারাক্ষণ রনির পিছু পড়ে থাকে দিয়া। এক সময় জানতে পারে রনির এমন পাষাণ চরিত্রের ভেতর একজন নরম মানুষ বাস করে।
সে তার বাবার খুনিকে খুঁজে বের করতেই এই সন্ত্রাসী পথ বেছে নিয়েছে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

গুড ডক্টর

শেয়ার
গুড ডক্টর
‘গুড ডক্টর’ ধারাবাহিকের দৃশ্য

দীপ্ত টিভিতে বাংলায় চলছে তুর্কি ধারাবাহিক মুচিজে ডক্টর [২০১৯-২০২১]। দক্ষিণ কোরিয়ার সিরিজ গুড ডক্টর [২০১৩] অবলম্বনে নির্মিত হয়েছে এটি। বাংলায় এর নাম রাখা হয়েছে কোরিয়ান সিরিজের নামানুসারে। বাংলা সংলাপ রচনা ও সম্পাদনায় দীপ্ত টিভির নিজস্ব টিম।

কণ্ঠ দিয়েছেন দেশীয় কণ্ঠাভিনেতারা। প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ৫০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।

 

ফিশ অর ডাই

চার মৎস্য শিকারি মাছের জন্য মরিয়া। ভয়ংকর সব পরিবেশে গিয়ে মাছ শিকার করে তারা।

তাদের মাছ শিকারের রোমাঞ্চকর সব ঘটনায় সাজানো সিরিজ ফিশ অর ডাই। এনিম্যাল প্লানেটে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেখানো হবে সিরিজটির ৯টি পর্ব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ