চেনা জগতে ফিরলেন, আপনাকে স্বাগতম...
ধন্যবাদ। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চে। এক বছর ধরে ভাবছিলাম, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসও শুরু করব মঞ্চ দিয়েই। সেই ইচ্ছা পূরণ হলো।
চেনা জগতে ফিরলেন, আপনাকে স্বাগতম...
ধন্যবাদ। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চে। এক বছর ধরে ভাবছিলাম, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসও শুরু করব মঞ্চ দিয়েই। সেই ইচ্ছা পূরণ হলো।
গত এক বছরের দিনগুলো কেমন ছিল?
পুরো ছয় মাস তো ছিলাম অন্ধকার ঘরে। কালো কাপড় দিয়ে ঘেরা ছিল চারপাশ।
কাজ শুরুর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন?
আমি তো মেকআপ নেব না। তা ছাড়া হাতে মোজা পরা থাকবে। চিকিৎসক বলেছেন, মেকআপ না নিলে সমস্যা হবে না। মঞ্চের ক্ষেত্রে আলোটাও খুব বেশি থাকে না।
দুর্ঘটনার পর অভিনয়শিল্পী সংঘ আপনার বিষয়টি নিয়ে একটা টিম করেছিল। ক্ষতিপূরণ পেয়েছেন?
না। পাইনি। হয়তো অভিনয়শিল্পী সংঘ বিষয়টি ভুলেই গেছে। তারাও আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমিও আর ইচ্ছা করে কিছু বলিনি। সংগঠনগুলো আসলে শিল্পীদের কাজে আসে বলে মনে হয় না। আমি মরেও যেতে পারতাম। শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অথচ তারা বিষয়টি আমলেই নিল না। এখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। যে ক্ষতি হয়েছে, সেটাও মেনে নিয়েছি। ওই যে বললাম না, একটা বছর অন্ধকার ঘরে থেকে অনেক বিষয়ে উপলব্ধি হয়েছে। এখন আর অভিযোগ রাখতে চাই না কারো প্রতি।
এই এক বছরে সহকর্মীদের পাশে পেয়েছিলেন?
হ্যাঁ, আমার কয়েকজন সহকর্মী সব সময় যোগাযোগ করেছে। মানসিকভাবে সাপোর্ট করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হয়তো সেই সময় সাপোর্টটা না পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত।
আগামী বছর আপনাকে পুরোদমে কাজে পাওয়া যাবে?
অবশ্যই। এই একটা বছর আরো বেশি নিজেকে কাজের জন্য প্রস্তুত করে তুলব। অভিনয়ের বিষয়ে পড়াশোনাও করব অনেক। বাসায় থাকলে বিদেশি সিনেমা, সিরিজ দেখব। ভক্তদের কথা দিচ্ছি, আগামী বছর পর্দায় নতুন এক শারমিন আঁখিকে দেখতে পাবেন।
সম্পর্কিত খবর
■ এপ্রিলে কানাডায় কনসার্ট করে এসেছেন বাপ্পা মজুমদার ও তাঁর ব্যান্ড ‘দলছুট’। এবার সেপ্টেম্বরে তাঁরা যাবেন যুক্তরাষ্ট্র। সেখানকার নিউইয়র্ক, ভার্জিনিয়া, আটলান্টাসহ দশটি শহরে কনসার্ট করবেন তাঁরা।
■ অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’।
■ বক্স অফিসে ঝড় তুলেছে নতুন ভারতীয় অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিংহ’। হোম্বেল ফিল্মসের ‘মহাবতার ইউনিভার্স’র প্রথম ছবিটি প্রথম সপ্তাহেই ৪৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করে।
১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ওহো এনথাম বেবি’। বক্স অফিসে সুবিধা করতে না পারলেও তামিল ছবিটি পেয়েছিল ইতিবাচক প্রতিক্রিয়া। শুক্রবার ছবিটি হিন্দিসহ ভারতের পাঁচটি ভাষায় এসেছে নেটফ্লিক্সে। অশ্বিন চলচ্চিত্র বানায়।
অভিনয়ে ওম, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর। পরিচালনা সৈকত নাসির। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : রনি একজন ভাড়াটিয়া খুনি।
দীপ্ত টিভিতে বাংলায় চলছে তুর্কি ধারাবাহিক ‘মুচিজে ডক্টর’ [২০১৯-২০২১]। দক্ষিণ কোরিয়ার সিরিজ ‘গুড ডক্টর’ [২০১৩] অবলম্বনে নির্মিত হয়েছে এটি। বাংলায় এর নাম রাখা হয়েছে কোরিয়ান সিরিজের নামানুসারে। বাংলা সংলাপ রচনা ও সম্পাদনায় দীপ্ত টিভির নিজস্ব টিম।
ফিশ অর ডাই
চার মৎস্য শিকারি মাছের জন্য মরিয়া। ভয়ংকর সব পরিবেশে গিয়ে মাছ শিকার করে তারা।