শখের বশে সুরও করেন কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। ২০২১ সালে তাঁর কথা, সুর ও গায়কিতে ‘হারিয়ে তোমাতে’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছিল। এবার ফের নিজের সুরে গাইলেন তিনি। ‘ছোঁয়াচে ভালোবাসা’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীত করেছেন তাসনু রহমান।
মাহতিম শাকিবের কণ্ঠ-সুরে নতুন গান
রংবেরং প্রতিবেদক

মাহতিম বলেন, ‘গানটি বেশ আগে করেছিলাম। জীবন ভাই গানের কথা পাঠালে আমি সুর করে আবার তাঁকে শোনাই। তিনি পছন্দ করলে সংগীতায়োজন করি।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ওয়েনসডে সিজন ২ পার্ট ১

২০২২ সালে মুক্তির পর অন্তর্জালে ঝড় তুলেছিল অলৌকিক গল্পের সিরিজ ‘ওয়েনসডে’। মঙ্গলবার নেটফ্লিক্সে এসেছে এর দ্বিতীয় সিজনের প্রথম পর্ব। প্রথম সিজনে যে গ্রীষ্মের ছুটিতে শেষ হয়েছিল গল্প, তারপর থেকেই নতুন গল্পের সূচনা। এবার ওয়েনসডে অ্যাডামসের সঙ্গে তার ভাইও রয়েছে।

চলচ্চিত্র
প্রিয়জন

অভিনয়ে সালমান শাহ, শিল্পী, রিয়াজ। পরিচালনা রানা নাসের। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : পারিবারিক গাড়ি চালকের ছেলে নয়নের সঙ্গে রূপার বেশ ভাব।

টিভি হাইলাইটস
আমি পাগল বলছি

আরটিভিতে রাত ৮টা রয়েছে একক নাটক ‘আমি পাগল বলছি’। রচনা মেহরাব জাহিদ, পরিচালনা আনিসুর রহমান রাজিব। অভিনয়ে মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ, নরেশ ভুঁইয়া, হাবিবা রহমান মুন, নিপুণ আহমেদ প্রমুখ। পাঁচ বছর আগে রোজার ঈদে প্রথমবার প্রচারিত হয়েছিল এটি, আজ আবার নাটকটি দেখাবে আরটিভি।
টকিং মুভিজ
বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘টকিং মুভিজ’। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

শাকিবের নতুন ছবিতেও নিধি
রংবেরং প্রতিবেদক

শাকিব খানের ছবির সংগীত মানেই আরাফাত মহসীন নিধি। গত কয়েক বছর ধরে এটাই যেন অঘোষিত নিয়ম। ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর মতো ব্লকবাস্টার ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। প্রতিটিরই ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসিত হয়েছে।
আবু হায়াত মাহমুদ বলেন, ‘নিধির মধ্যে নতুন কাজের তৃপ্তির চেয়ে নতুন কিছু করে দেখানোর ক্ষুধা আছে।