সৈয়দ সালাউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা
চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনিকার সৈয়দ সালাউদ্দিন জাকী ১৮ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল ২১ সেপ্টেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ঘুড্ডি’খ্যাত এই নির্মাতার মরদেহে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফসহ চিলড্রেন ফিল্ম সোসাইটি, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফেডারেশন ফিল্ম বাংলাদেশের নেতারা।
প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়ে
প্রথমবার বড় পর্দায় বাবা অনন্ত হীরার সঙ্গে অভিনয় করতে যাচ্ছে মেয়ে প্রকৃতি শিকদার। এর আগে প্রাঙ্গণেমোর দলের হয়ে ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘কনডেমড সেল’ ও ‘হাছনজানের রাজা’ নাটকে অভিনয় করেছে প্রকৃতি।