ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করতাম

  • ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সংগীতশিল্পী এস ডি রুবেল পরিচালিত প্রথম ছবি ‘বৃদ্ধাশ্রম’। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। রুবেলের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করতাম

একটা ভালো মানের ছবি নির্মাণে অনেক টাকার প্রয়োজন। আমরা সৎপথে আয় করি। আমাদের মতো মানুষ একা একটা ছবি প্রযোজনা করার ক্ষমতা রাখে না

 

‘বৃদ্ধাশ্রম’ মুক্তি নিয়ে কী কী পরিকল্পনা করেছেন?

আমরা অনলাইনে ব্যাপক প্রচারণা চালাচ্ছি। এরই মধ্যে ছবির ট্রেলার সাড়া ফেলেছে।

দর্শক দারুণ সব মন্তব্য করছেন ট্রেলার দেখে। অনেকে বলছেন, সামাজিক অবক্ষয় নিয়ে এবং সচেতনতা বাড়াতে নির্মিত ছবিটি হলে গিয়ে দেখবেন। এখন আমি হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের ভালো মানের হলগুলোতে ছবিটি প্রদর্শনের সুযোগ চাই।
আমার বিশ্বাস, ছবিটি একবার কেউ দেখলে পরেরবার  পরিবারসহ আসবেন হলে।

 

আপনার পরিচালনায় প্রথম ছবি ‘বৃদ্ধাশ্রম’। এই গল্পটি বেছে নেওয়ার কারণ কী?

সব সময় আমার বিশেষ দিনগুলো বস্তিতে, এতিমখানায়, কমলাপুর রেলস্টেশন বা বৃদ্ধাশ্রমে কাটিয়েছি। জন্মদিন হলে তো কথাই নেই, পুরোটা দিন সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষের সঙ্গে থেকেছি।

২০১৩ সালে ‘প্যারেন্টস কেয়ার অ্যাক্ট’ নামে একটা আইন পাস হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। তখনই মনে হয়েছে এই আইনটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটা সিনেমা নির্মাণ করা উচিত। তাহলে সমাজের মা-বাবা তাঁদের সন্তানদের কাছে শেষ বয়সে অবহেলার শিকার হবেন না। সেই ভাবনা থেকে গল্পটি করা।

 

গল্পটি সরকারি অনুদানের জন্য জমা দেওয়ার কারণ কী ছিল?

একটা ভালো মানের ছবি নির্মাণে অনেক টাকার প্রয়োজন।

আমরা সৎপথে আয় করি। আমাদের মতো মানুষ একা একটা ছবি প্রযোজনা করার ক্ষমতা রাখে না। তাই ভাবলাম অনুদান থেকে যে টাকাটা পাব তার সঙ্গে নিজের টাকা যোগ করলে ছবিটি নির্মাণ করতে সহজ হবে। তবে এই পথ মসৃণ ছিল না। পরপর তিনবার অনুদানে গল্পটি বাতিল হয়। চতুর্থবার জুরি বোর্ডে পাস হয়।

 

এবারও আপনি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন...

আমার এবারের ছবির নাম ‘নীল আকাশে পাখি ওড়ে’। এই গল্পটিও আমার লেখা। পরিচালনাও আমি করব। শুধু যে অনুদানের ছবিই নির্মাণ করছি তা নয়, আরো দুটি গল্প লেখার কাজ চলছে। ওই দুটি গল্প নিয়েও এ বছর ছবি নির্মাণ শুরু হবে। প্রতিটি ছবিই হবে তারকাবহুল। ‘বৃদ্ধাশ্রম’-এ ইয়ামিন হক ববি, হাসান ইমাম, শম্পা রেজা, প্রবীর মিত্র, বড়দা মিঠু, আফজাল শরীফ, আমিসহ বড় বড় সব অভিনয়শিল্পীরা আছেন। পরের ছবিগুলোতেও এই ধারাবাহিকতা থাকবে।

 

অভিনয়ের পাশাপাশি পরিচালনা—একটু চাপ হয়ে যায়নি?

একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করতাম। অনন্যা গ্রুপ থিয়েটারের সদস্য ছিলাম। তা ছাড়া দেড় শর মতো মিউজিক ভিডিও বানিয়েছি আমি। আমার পরিচালনায় অনেক বিজ্ঞাপনচিত্রও আছে। অভিজ্ঞতা আগে থেকে ছিল বলেই তেমন কোনো সমস্যা হয়নি। তা ছাড়া ছবির গল্প আমার লেখা হওয়াতে শুটিংয়ের সময় সুবিধাও পেয়েছি বেশ।

 

অন্যের পরিচালনায় কাজ করবেন না?

সব সময় চাই অন্যের সঙ্গে কাজ করতে। এর মধ্যে তিন-চারটি প্রস্তাবও পেয়েছিলাম। কিন্তু সব নির্মাতা আমাকে নেগেটিভ চরিত্রের জন্য ভেবেছেন। এটা আসলে কষ্টকর। শেষ যে প্রস্তাবটা পেলাম, গল্পটা এমন—আমি পরকীয়া করি, একসময় পরকীয়ার জেরে একজনকে খুনও করে ফেলি। এখন বলেন, এই চরিত্রটা করলে আমার এত দিনের যে ভক্তরা আছেন তাঁরা কি মেনে নেবেন?

 

নতুন গান করছেন না?

প্রতি মাসেই একটি-দুটি করে গান করছি ‘এস ডি রুবেল ফাউন্ডেশন’ থেকে। আমরা যাঁরা ক্যাসেটের যুগে এসেছি, তাঁদের গান শ্রোতারা শুনতেন, দেখতেন না। এখন গানের প্রধান মাধ্যম ইউটিউব। সেখানে অডিওর পাশাপাশি দৃষ্টিনন্দন ভিডিও লাগে। নইলে ইউটিউব প্রমোটও করে না। একটা দৃষ্টিনন্দন ভিডিও ও শ্রুতিমধুর গান তৈরি করতে গেলে অন্তত পাঁচ-সাত লাখ টাকা লাগে। সেটা কী করে একজন শিল্পী বহন করবেন? এ ক্ষেত্রে করপোরেট কম্পানিগুলো এগিয়ে না এলে ভবিষ্যতে গানের বাজার আরো খারাপ হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ফাউন্ডেশন সিজন ৩

শেয়ার
ফাউন্ডেশন সিজন ৩
‘ফাউন্ডেশন—সিজন ৩’ সিরিজের দৃশ্য

শুক্রবার অ্যাপল টিভি প্লাসে এসেছে জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন সিরিজ ‘ফাউন্ডেশন—সিজন ৩’। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক আইজ্যাক আসিমভের লেখা একই নামের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন রুপার্ট স্যান্ডার্স। গল্পের পরতে পরতে রয়েছে ঝুঁকিপূর্ণ নাটকীয়তা, যেখানে এক রহস্যময় টেলিপ্যাথ ‘দ্য মিউল’-এর কারণে হুমকির মুখে পড়ে ছায়াপথের ক্ষমতার ভারসাম্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাসিয়ান বিলটন, লরা বিয়ার্ন ও জ্যারেড হ্যারিস।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

প্রেম পিয়াসী

শেয়ার
প্রেম পিয়াসী
‘প্রেম পিয়াসী’ ছবিতে সালমান শাহ ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব। পরিচালক রেজা হাসমত। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : কলেজের অনুষ্ঠানে নিজেরই লেখা একটি গান গাওয়ার পরিকল্পনা করে হৃদয়।

গানের কথাগুলো যে কাগজে লিখেছিল, কলেজে যাওয়ার পথে সেটি উড়ে যায়। খুঁজে পায় অন্তরা। কলেজের অনুষ্ঠানে হৃদয়ের সামনেই গানটি পরিবেশন করে অন্তরা। শুরু হয় দুজনের কথার লড়াই, লড়াই থেকে প্রেম।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। কারণ দুজন দুই ধর্মের।

প্রাসঙ্গিক
মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর
আজমেরী হক বাঁধন

■ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচগানে মেতে উঠবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, আলিফ, আর্নিকসহ অনেকে।

■ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।

লিখেছেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? আমি কি সত্যিই যা মনে করি তা বলতে পারি? নাকি সত্যি কথা বলার অপরাধে আমিই হব পরবর্তী টার্গেট?’

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক

এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে বাংলাদেশের কাজী নওশাবা আহমেদের। দুর্গাপূজায় মুক্তি পাবে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। দুই বছর আগেই অনিক দত্তের ছবিটির শুটিং করেছেন নওশাবা। ১১ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

নওশাবা বলেন, ‘এ কাজটি আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এত দিন পর মুক্তি পেতে যাচ্ছে, তা-ও  দুর্গাপূজায়! এটা আমার জন্য বিশেষ আনন্দের।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ