ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ভিএমএ রেকর্ড গড়লেন টেইলর সুইফট

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ভিএমএ রেকর্ড গড়লেন টেইলর সুইফট
টেইলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে (ভিএমএ) রেকর্ড গড়লেন টেইলর সুইফট। এ বছর ৯টি পুরস্কার জিতেছেন আমেরিকান এই গায়িকা। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রুডেনশিয়াল সেন্টারে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এর আগে ১৯৮৭ সালে পিটার গ্যাব্রিয়েল ১০টি পুরস্কার জিতেছিলেন।

টেইলরের ‘এমটিভি ভিডিও মিউজিক’ পুরস্কারের সংখ্যা এখন ২৩টি। বিয়ন্সের পরেই দ্বিতীয় স্থানে এখন সুইফট। সর্বকালের ‘ভিএমএ’ লিডারবোর্ডে শীর্ষে রয়েছেন বিয়ন্সে, যাঁর দখলে রয়েছে ৩০টি পুরস্কার। তবে প্রথম শিল্পী হিসেবে তিনি চারবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জিতলেন।
সুইফট এ বছর ‘অ্যান্টি হিরো’ গানের জন্য সেরা গান, পপ, পরিচালক, সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্টস, গ্রীষ্মের গান, শিল্পী, ভিডিও পুরস্কার জিতেছেন। এ ছাড়া সেরা অ্যালবাম হয়েছে টেইলরের ‘মিডনাইটস’। রেমা ও সেলেনা গোমেজ জিতেছেন সেরা ‘আফ্রোবিটস’ পুরস্কার। ‘কাম ডাউন’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তাঁরা।
নিকি মিনাজ জিতেছেন সেরা হিপহপ পুরস্কার। ‘সুপার ফ্রিকি গার্ল’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। কলম্বিয়ান গায়িকা শাকিরা পেয়েছেন ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’। প্রথম দক্ষিণ আমেরিকান শিল্পী হিসেবে এই পুরস্কার পেয়ে ইতিহাস তৈরি করেছেন। পুরস্কার মঞ্চে দুই সন্তানকে ধন্যবাদ জানিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন।
সন্তানদের উদ্দেশে বলেছেন, ‘ধন্যবাদ সব সময় আমাকে সেরা হতে তৈরি করার জন্য।’ নিজের হিট গানগুলোতে ‘ভিএমএ অ্যাওয়ার্ড শো’র  মঞ্চে পারফরম্যান্স করেন শাকিরা। তিনি ‘শি ওলফ’, ‘টে ফেলিসিটো’, ‘অবজেকশন’, ‘হোয়েনএভার’ এবং ‘হিপস ডোন্ট লাই’ গানগুলোতে মঞ্চে ঝড় তোলেন। শাকিরার দুর্দান্ত পারফরম্যান্সে নাচতে দেখা যায় টেইলর সুইফট, সেলেনা গোমেজসহ একাধিক তারকা ও উপস্থিত ভক্ত-অনুরাগীদের। শাকিরা ছাড়াও পারফরম করেছেন কার্ডি বি, দোজা ক্যাট, ডিডি, ক্যারল জি, নিকি মিনাজ, স্ট্রে কিডস, টুমরো এক্স টুগেদারসহ অনেকে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

নাচ-টাচ

শেয়ার
নাচ-টাচ
স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’-এর দৃশ্য

ইউটিউবে এসেছে মুস্তাফি শিমুলের রোমান্টিক স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে। পাঁচ দিনে ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। গায়েহলুদের অনুষ্ঠানে পরিচয় রোহান ও নাওমির।

নাচের অনুশীলন করতে গিয়ে দুজনের সখ্য হয়, পরে তা গড়ায় প্রেমে। ক্লোজআপ কাছের গল্পের এ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

জীবন সংসার

শেয়ার
জীবন সংসার
‘জীবন সংসার’ ছবিতে সালমান ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সবুজ আর শেলি একে অপরকে ভালোবাসে।

সবুজের পরিবারে আছে ভাই আর ভাবি। একদিন সবুজের বাসায় গিয়ে শেলি জানতে পারে সবুজের ভাবি শেফাই তার বড় বোন। সবুজের বড় ভাই সাগরের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শেফাকে মেনে নেয়নি তার বাবা। একই পরিবারের ছেলে সবুজের সঙ্গে সম্পর্কটাও মেনে নেয় না শেলির বাবা।
শেলিকে নিয়ে পালিয়ে যায় সবুজ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

পিপল অ্যান্ড পাওয়ার

শেয়ার
পিপল অ্যান্ড পাওয়ার

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘পিপল অ্যান্ড পাওয়ার’ আয়োজনে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য কোস্ট অব কনট্রোল’। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। অন্তরালে তার সন্ত্রাসীবাহিনী চালায় নানা অপকর্ম। কড়া নিরাপত্তা পেরিয়ে দেশটির একাধিক কারাগারে অনুসন্ধান চালিয়েছে আল জাজিরা টিম।

 

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

নামে চালাক কামে বোকা

শেয়ার
নামে চালাক কামে বোকা
‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিকের দৃশ্য

আজ থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। রচনায় সুজিত বিশ্বাস, পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে তন্ময় সোহেল, মানসি প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ