ঢাকা, বুধবার ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

ঢাকা, বুধবার ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

বিরামহীন বৃষ্টির কবলে নাটক-ছবির শুটিং

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
বিরামহীন বৃষ্টির কবলে নাটক-ছবির শুটিং
গাজীপুরের পুবাইলে বৃষ্টিবিঘ্নিত শুটিংয়ের ফাঁকে ‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিক নাটকের অভিনয়শিল্পীরা। ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, প্রাণ রায়, ফারজানা ছবি, পরিচালক সকাল আহমেদসহ অনেকেই

সেই কবে বৃষ্টি শুরু হয়েছে, শেষ হবে কবে সেটাও তো জানি না। এর মধ্যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। যাঁরা অভিনয় করছেন সবাই সময়ের ব্যস্ত আর্টিস্ট। শিডিউল প্যাকআপ হওয়ায় এই আর্টিস্টদের শুটিং ডেট মেলানো খুব টাফ হবে।

অপেক্ষা করছি কবে বৃষ্টি থামবে, মঈন খান রূপী, নাট্য নির্মাতা

 

কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি থেকে তুমুল বৃষ্টি—বর্ষা মৌসুমের শেষ সময়ে শ্রাবণের এই বারিধারা থাকবে আরো দুদিন। তেমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। দুই সপ্তাহ ধরে সারা দেশ ভিজছে এমন বৃষ্টিতে। এতে বিপাকে পড়েছে নাটক-ছবির শুটিং ইউনিট।

৩ আগস্ট থেকে গাজীপুরের হোতাপাড়া, কালিয়াকৈর ও টাঙ্গাইলে শুটিং হচ্ছিল ‘লিপস্টিক’ ছবির। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। প্রথম ধাপ শেষ হওয়ার আগেই বাদ সেধেছে বৃষ্টি। ১১ আগস্ট পর্যন্ত শুটিং হওয়ার কথা থাকলেও ৬ আগস্ট ঢাকায় ফিরতে হয়েছে ছবির পুরো টিমকে।
ফেরার আগে সিদ্ধান্ত হয়েছিল, ১৩ আগস্ট থেকে ফের শুটিং শুরু হবে। গত দুদিনের টানা বৃষ্টিপাতের কারণে সেটাও পেছাতে হয়। ‘লিপস্টিক’ পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, ‘গতকাল থেকে সাভারে দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ছিল। বৃষ্টির জন্য সম্ভব হলো না। বলতে গেলে আউটডোরেই ছবির বেশির ভাগ দৃশ্যধারণের পরিকল্পনা আমাদের।
বৃষ্টির মধ্যে এভাবে প্রতিদিন শুটিং টিম বসিয়ে রাখলে বড় লোকসানের মুখে পড়তে হতো। তাই শুটিং পিছিয়ে ২৫ আগস্ট করেছি। শিল্পী-কলাকুশলীদের আন্তরিকতায় আশা করছি সেই সময় নতুন করে শুটিং করতে পারব।’

মাছরাঙা টেলিভিশনে গতকাল প্রচারিত হলো ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’-এর ২৫০তম পর্ব। দেড় বছর ধরে প্রচারিত হচ্ছে সকাল আহমেদের ধারাবাহিকটি। পরিচালক জানান, ধারাবাহিকটি ২৬২ পর্বে ইতি টানা হবে। শেষ পর্বগুলোর শুটিং সেরেছেন বৃষ্টির মধ্যেই। ধারাবাহিকে অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এর মধ্যে আছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, আরফান, মাসুম বাশার, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, প্রাণ রায়, আ খ ম হাসান প্রমুখ। প্রায় সবাই বৃষ্টির মধ্যে ৯ আগস্ট পর্যন্ত শুটিং করেছেন। সকাল আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে শেষের ১০টি পর্বের শুটিংয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। স্পটে গিয়ে গল্প ইম্প্রোভাইজ করতে হয়েছে। বৃষ্টিকেও শুটিংয়ের অনুষঙ্গ করে নিয়েছি। এই ধারাবাহিকে যাঁদের নিয়ে শুটিং করেছি তাঁরা আমার দীর্ঘদিনের কাছের মানুষ। সবাই সিচুয়েশন বুঝে অভিনয় করতে রাজি হয়েছেন। শেষ পর্বগুলোর শুটিংয়ে বাহিরেও যেমন বৃষ্টি হয়েছে, তেমনি আমাদের সবার মনেও বৃষ্টি ঝরছিল। বারবার সবাই স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম।’

বৃষ্টিতে শুটিং আটকেছে এমন আরেকটি ধারাবাহিক ‘প্রবাস পল্লী’। মঈন খান রূপী পরিচালিত নাটকটির শুটিং হচ্ছে পুবাইলে। ধারাবাহিকে ফারহানা মিলি, লুত্ফর রহমান জর্জ, মানসী প্রকৃতি, জয়রাজ, সাদিয়া তানজিন, রিমি করিম, সাব্বির আহমেদ, মৌমিতা মৌ, সুমিত সেনগুপ্তসহ অনেকেই অভিনয় করছেন। মঈন খান বলেন, ‘দীর্ঘ ধারাবাহিক নাটক। চ্যানেলের সঙ্গে সময় মেলাতেও তো সমস্যা। এক-দুই দিন হলেও তো হতো। সেই কবে বৃষ্টি শুরু হয়েছে, শেষ হবে কবে সেটাও তো জানি না। এর মধ্যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। যাঁরা অভিনয় করছেন সবাই সময়ের ব্যস্ত আর্টিস্ট। শিডিউল প্যাকআপ হওয়ায় এই আর্টিস্টদের শুটিং ডেট মেলানো খুব টাফ হবে। অপেক্ষা করছি কবে বৃষ্টি থামবে।’

আফজাল হোসেন, ডলি জহুর ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে রাজবাড়ীতে অনিমেষ আইচ করলেন ‘আবার আসিব ফিরে’ নাটকের শুটিং। বৃষ্টির মধ্যেই তাঁকে কষ্ট করে করতে হলো শুটিং। আফজাল হোসেন বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় প্রাকৃতিক দুর্যোগ ছিল। অনেক বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে শুটিং করতে সবারই বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু উপায় ছিল না, নাটকটি প্রচারিত হবে ১৫ আগস্ট। নাটকে বৃষ্টির ব্যাপারটিও উঠে আসবে।’

গ্রামীণ প্রেক্ষাপটের গল্পের বেশির ভাগ নাটকের শুটিং হয়ে থাকে গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের ভাদুন গ্রামে। এই গ্রামে রয়েছে ২০টিরও বেশি শুটিং হাউস। বৃষ্টির কারণে বর্তমানে বেশির ভাগ বাড়িতেই শুটিং হচ্ছে না। এসব তথ্য জানান ‘হাসনাহেনা’ শুটিং হাউসের ম্যানেজার মুসা মিয়া, ‘হারুনের বাড়ি’র মালিক হারুন সরদার, ‘বাদশা ভাইর শুটিং বাড়ি’র মালিক বাদশা। তাঁরা জানান, তুমুল বৃষ্টি হওয়ায় শুটিং হচ্ছে থেমে থেমে। সারা দিনে অল্প কয়েকটি দৃশ্যধারণ হয়। ইউনিটের সবাই বৃষ্টির শব্দ শুনে এবং আড্ডা দিয়ে দিন পার করেন।

আউটডোরের শুটিংয়ে ব্যাঘাত ঘটলেও ইনডোরে বেশ ব্যস্ততা চলছে। ‘আপন ঘর ১’-এর খলিল বলেন, ‘আমার হাউসে দুটি নাটকের শুটিং চলছে। দুটি নাটকই ইউটিউবে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। বৃষ্টির এই সময়ে বরং শুটিংয়ের জন্য বেশি কল পাচ্ছি। পরিচালকরা আসলে আউটডোরের শুটিং নিয়ে ঝামেলায় আছেন। ইনডোর শুটিংয়ে সমস্যা হচ্ছে না। এর মধ্যে পরিচালক বর্ণ নাথ একটি নাটকের শুটিং পিছিয়েছেন। কারণ তাঁর নাটকের শুটিং হওয়ার কথা ছিল ইনডোর ও আউটডোর মিলিয়ে।’

শুটিং হাউস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বপ্নীল শুটিং হাউসের মালিক আবদুল আলিম বলেন, ‘আমার হাউসে তিনটি নাটকের শুটিং চলছে। তবে শুনেছি পুবাইলে বৃষ্টিতে বেশ সমস্যা হয়ে যাচ্ছে। এখন এমনিতেই নাটকের বাজেট কম। বৃষ্টির কারণে শুটিং বন্ধ করতে হলে প্রযোজকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।’

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

১৫ শো করতে মে মাসে উত্তর আমেরিকা গিয়েছিলেন প্রীতম হাসান। এরই মধ্যে দর্শকের আগ্রহে করেছেন ২৬টি শো। ২৩ আগস্ট নিউইয়র্কে সর্বশেষ শো [২৭তম] করে তিন মাসের সফরের ইতি টানবেন হালের জনপ্রিয় এই গায়ক-সুরকার।

দেবদাসখ্যাত বলিউড অভিনেত্রী নাজিমা সোমবার মুম্বাইয়ে মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পর্দায় তিনি নায়ক-নায়িকার বোন বা বন্ধু চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।

সাইয়ারা দিয়ে অভিষেকেই ভক্তদের মন জয় করেছেন আহান পান্ডে ও আনিত পড্ডা। এবার তারা পেলেন কাজের স্বীকৃতি।

আইএমডিবি ব্রেকআউট স্টার স্টারমিটার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তাঁরা।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

সারে জাহাঁ সে আচ্ছা

শেয়ার
সারে জাহাঁ সে আচ্ছা
‘সারে জাহাঁ সে আচ্ছা’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে নতুন থ্রিলার সিরিজ সারে জাহাঁ সে আচ্ছা। গৌরব শুক্লার সিরিজটির প্রেক্ষাপট ১৯৭০-এর দশকের। পারমাণবিক হামলার হুমকি আসে ভারতের ওপর। সেটা থেকে দেশটিকে রক্ষার মিশনে নামে গোয়েন্দা কর্মকর্তা বিষ্ণু সংকর।

সিরিজটির অভিনয়ে আছেন প্রতীক গান্ধী, সানী হিন্দুজা, সোহেল নায়ের, তিলোত্তমা সোম, কৃতিকা কামরা প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

অন্তরে অন্তরে

শেয়ার
অন্তরে অন্তরে
‘অন্তরে অন্তরে’ ছবিতে মৌসুমী ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, মৌসুমী, রাজীব। পরিচালনা শিবলী সাদিক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : বিদেশি মেয়েকে বিয়ে করায় শানের বাবাকে ত্যাজ্য করে তার দাদা।

২৫ বছর পর দাদি ফাতেমার সঙ্গে দেখা করতে আসে শান। দাদি তাকে বাড়িতে ঢুকতে দেয় না। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শানকে বাড়িতে ডেকে আনেন। পালক নাতনি ঝিনুকের সেবায় সুস্থ হয়ে ওঠে শান।
আরেক নাতনি কান্তার সঙ্গে শানের বিয়ে ঠিক করেন দাদি। কিন্তু শান ভালোবাসে ঝিনুককে।

মন্তব্য
টিভি হাইলাইটস

হাবুর স্কলারশিপ

শেয়ার
হাবুর স্কলারশিপ
‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিকের দৃশ্য

বৈশাখী টেলিভিশনে রাত ৮টা ৪০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ। রচনা টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী প্রমুখ।

 

দ্য ভেট লাইফ

তিন পশু চিকিৎসক দিয়েরা ব্লু, অব্রে রস ও মাইকেল লেবিন নিজেদের প্রতিষ্ঠান চালু করে।

সেখান থেকে পশুদের চিকিৎসা করেন বিনামূল্যে, কখনো একেবারে স্বল্প অর্থের বিনিময়ে। তাদের এ পথচলা নিয়েই সিরিজ দ্য ভেট লাইফ। আজ সকাল ১১টা ও ১২টায় এনিম্যাল প্লানেটে দেখানো হবে সিরিজটির দুটি পর্ব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ