► শুধু মুভি-সিরিজ ডাউনলোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ‘সুড়ঙ্গ’ ছবির অসংখ্য পাইরেটেড কপি। ছবিটির নির্মাতা রায়হান রাফি জানান, কপিরাইট ক্লেইমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করা হয়েছে। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে কিছু কপি। সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে।
আরো খবর

► আগস্টে ইউরোপ সফরে যাবেন আসিফ আকবর। শোয়ের প্রস্তাব থাকা সত্ত্বেও পাসপোর্ট জটিলতায় এত দিন যেতে পারেননি তিনি।
► আবারও মঞ্চ নাটকে অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ। ‘সিদ্ধার্থ’ নাটকটি জার্মান লেখক হেরমান কার্ল হেসের উপন্যাস অবলম্বনে।
► আগামী ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিশুতোষ ছবি ‘আম কাঁঠালের ছুটি’।
► গতকাল সন্ধ্যায় অভিনেত্রী-নির্মাতা নাজনীন হাসান চুমকির কিডনিতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন চুমকি।
► ‘শের-এ মহীশুর’ টিপু সুলতানকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বলিউড প্রযোজক সন্দীপ সিং। খবরটি প্রকাশের পর থেকেই তাঁর পরিবার বন্ধুদের হুমকির মুখে পড়তে হয়। তাই ছবিটির নির্মাণ স্থগিত করেছেন তিনি।
সম্পর্কিত খবর

আরো খবর

■ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।
■ ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?
■ দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।
■ বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

টিভি হাইলাইটস
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ ‘রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্ট—রিটার্ন’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’র মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের ছবিতে ‘একটা গল্প’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে।
কণা বলেন, ‘ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

অন্তর্জাল
জাস্টিস অন ট্রায়াল

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘জাস্টিস অন ট্রায়াল’। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।