বিবাহ বিভ্রাট
মাছরাঙা টেলিভিশনে আজ রয়েছে ‘বিবাহ বিভ্রাট’। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটকটি। রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।