ইন্ডিয়ান আইডল
ইন্ডিয়ান আইডল—দ্য ড্রিম ফিনালে সনি টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে গানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের গ্র্যান্ড ফিনালে। সেরা ছয় প্রতিযোগী থেকে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত করা হবে আজ। ছয় প্রতিযোগী হলেন ঋষি সিং, সোনাক্ষী কর, বিদীপ্তা চক্রবর্তী, শিভম সিং, চিরাগ কোতওয়াল ও দেবস্মিতা রায়। এবারের আসরের বিচারক বিশাল দাদলানি, নেহা কাক্কর ও হিমেশ রেশামিয়া।