জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে জুলাই নিয়ে নতুন একটি গান বেঁধেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামের গানটি। বরাবরের মতোই কথা-সুর সাজিয়েছেন সায়ান নিজে; সংগীতায়োজনে শফিকুজ্জামান শাওন।
এ গানের মাধ্যমে সায়ান মূলত আহবান জানিয়েছেন, কেউ যেন জুলাইয়ের চেতনা বিক্রি না করেন। গত বছরের জুলাইয়েও গানে ও রাজপথে সরব ছিলেন এই প্রতিবাদী শিল্পী।
এদিকে জুলাই বর্ষপূর্তিতে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হয়েছে বিশেষ কনসার্ট।
আজ রাজধানীর হাতিরঝিলে হবে আরেকটি অনুষ্ঠান। যেখানে জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্মরণ ও উদযাপন করা হবে। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ শীর্ষক এ আয়োজনে গাইবে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’।
এ ছাড়া পরিবেশনায় থাকবেন আহমেদ হাসান সানি, র্যাপার সেজান, তাশফি প্রমুখ।
থাকবে জুলাই সংশ্লিষ্ট চারটি চলচ্চিত্রের [হিরোজ উইদআউট কেপস, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই বীরগাথা ও জুলাই উইমেন] প্রদর্শনী। আর সবশেষে থাকবে ড্রোন শো। সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান, থাকবে সবার জন্য উন্মুক্ত।