মেজর জাহেদ ও নেলী খালা
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। শাহরিয়ার কবিরের গল্প অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করছেন লুবনা শারমিন। ১০ ফেব্রুয়ারি এফডিসিতে সেট তৈরি করে ছবিটির শুটিং করা হয়েছে। শুটিংয়ের অবসরে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা মামনুন ইমন।