আজ থেকে চিরকুমার
এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। প্রতি সোম থেকে বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় নাটকটি। গোলাম রাব্বানীর গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করছেন মারজুক রাসেল, সালাউদ্দিন লাভলু, ফারিয়া শাহরিন, আরশ খান, শায়লা সাবি, সেমন্তী সৌমী, শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, শাহবাজ সানী, শহীদুল্লাহ সবুজ, বাপ্পী আশরাফ প্রমুখ।