৩১ জুলাই কিয়ারা আদভানির জন্মদিন। এদিন রীতিমতো শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ‘শেরশাহ’ অভিনেত্রী। প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা প্রেমিকার জন্মদিনে কী পোস্ট করেন, এ নিয়েই যত আগ্রহ ছিল অন্তর্জালের বাসিন্দাদের। তবে এর ফাঁকে অভিনেতা কার্তিক আরিয়ানের একটি টুইটে উঠে এলো নতুন এক খবর।
‘নারায়ণ’ বাদ, ‘প্রেম’ যোগ
রংবেরং ডেস্ক

ভারতীয় গণমাধ্যম জানায়, ছবিটির ঘোষণার সময়ই নাম পরিবর্তনের কথা বলেছিলেন পরিচালকের শুভাকাঙ্ক্ষীরা। ‘সত্যনারায়ণ কি কথা’ নামটা অনেক হিন্দু ধর্মাবলম্বীর ভাবাবেগে আঘাত হানতে পারে—এমন আশঙ্কা করেছিলেন বলিউডের অনেকেই। হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশে করা হয় সত্যনারায়ণ পূজা। তা ছাড়া পাঁচালি গানে ‘সত্যনারায়ণ কথা’র উল্লেখ আছে।
অবশেষে ছবির পাত্র-পাত্রীর মাধ্যমে কৌশলে নাম বদলের ঘোষণা দিলেন পরিচালক সামির বিদ্বান। রবিবার কিয়ারার জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবির নতুন নাম ও ফার্স্ট লুক প্রকাশ্যে আনেন কার্তিক। ছবিতে কার্তিক অভিনীত চরিত্রের নাম সত্যপ্রেম আর কিয়ারার নাম কথা।
টিজারের ছবি শেয়ার করে ওই পোস্টে কার্তিক লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে কথা।
সম্পর্কিত খবর

জুলাই অভ্যুত্থান নিয়ে গান ও কনসার্ট
রংবেরং প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে জুলাই নিয়ে নতুন একটি গান বেঁধেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামের গানটি। বরাবরের মতোই কথা-সুর সাজিয়েছেন সায়ান নিজে; সংগীতায়োজনে শফিকুজ্জামান শাওন।
এদিকে জুলাই বর্ষপূর্তিতে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হয়েছে বিশেষ কনসার্ট।
এ ছাড়া পরিবেশনায় থাকবেন আহমেদ হাসান সানি, র্যাপার সেজান, তাশফি প্রমুখ।

অন্তর্জাল
এমি ব্র্যাডলি ইজ মিসিং

বুধবার নেটফ্লিক্সে এসেছে নতুন সিরিজ ‘এমি ব্র্যাডলি ইজ মিসিং’। ১৯৯৮ সালে একটি ক্যারিবিয়ান ক্রুজশিপ থেকে উধাও হয়ে যায় ২৩ বছর বয়সী এক তরুণী। এর পেছনের রহস্য জানতে মরিয়া হয়ে যায় তার পরিবার। সে ঘটনাই পর্দায় তুলে এনেছেন নির্মাতা ফিল লট ও অ্যারি মার্ক।

চলচ্চিত্র
ভালোবাসা আজকাল

অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।
গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়।

টিভি হাইলাইটস

ভালোবাসার আলো-আঁধার
দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।
ট্রিহাউজ মাস্টারস
এনিম্যাল প্লানেটে বিকেল ৩টায় রয়েছে রিয়েলিটি সিরিজ ‘ট্রিহাউজ মাস্টারস’।