রুমি নোভিয়া
- আজ অস্ট্রেলিয়ার থিয়েটারে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের ‘শান’। সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ছবিটি এর আগে আমেরিকায় মুক্তি পেয়েছিল।
- গান লিখেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খান। সুজন আরিফের জন্য ‘শোনো এই কথা’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সংগীতায়োজনও করেছেন তিনি।
বিজ্ঞাপন
- গত বছর ভারতের সিকিমের এক যুবককে বিয়ে করে সেখানে স্থায়ী হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী রুমি নোভিয়া। গতকাল খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন রুমি। সর্বশেষ রুবেল আনুষের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’তে দেখা গিয়েছিল তাঁকে।