কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের নামে তৈরি হচ্ছে মিনি মাল্টিপ্লেক্স। মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে নির্মিত হচ্ছে ‘জহির রায়হান সিনেঘর’ নামের হলটি। নির্মাণ করবেন মুক্তিপ্রতীক্ষিত ‘প্রীতিলতা’ ছবির প্রযোজক মহিদ হালদার। তিনি বলেন, “আমার বাবা ও তাঁর কয়েকজন বন্ধু মিলে সিনেমা হল ‘মিলন’ নির্মাণ করেছিলেন।
বিজ্ঞাপন
এখনো সেটি চালু রয়েছে। বাবার মতো আমিও সিনেমা হল তৈরি করতে চাই। তবে আধুনিক যুগের সঙ্গে তাল মেলানোর জন্য এই মিনি মাল্টিপ্লেক্স। ২৫ ফুট বাই ১২ ফুট আয়তনের হলটিতে আনুমানিক ৩০ জন ছবি দেখতে পারবে। ডিজাইন হাতে পেলে এক মাসেরও কম সময়ের মধ্যে ভবন তৈরি করতে পারব। ‘জহির রায়হান সিনেঘর’-এর পাশাপাশি আমাদের ‘মিলন’ সিনেমা হলটিও চালু থাকবে। ” ‘জহির রায়হান সিনেঘর’ নির্মিত হলে এটি হবে দেশের তৃতীয় মিনি মাল্টিপ্লেক্স। এর আগে নারায়ণগঞ্জে ৩৫ আসনের ‘সিনেস্কোপ’ ও সিরাজগঞ্জে ২২ আসনের ‘রুটস সিনেক্লাব’ নির্মিত হয়েছিল।