মোবাইল অপারেটর কম্পানি বাংলালিংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত বছর ১০ নভেম্বর অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগ এনে কপিরাইট আইনে মামলা করেছিল ব্যান্ড ‘নগর বাউল’ ও ‘মাইলস’। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে দল দুটি। এ সময় ‘নগর বাউল’ ব্যান্ডের জেমস ও ‘মাইলস’ ব্যান্ডের হামিন আহমেদ উপস্থিত ছিলেন। শুনানির সময় মানাম আহমেদ আদালতকে বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে মামলাটি করা হয়েছিল।
মামলা প্রত্যাহার করল নগর বাউল ও মাইলস
রংবেরং প্রতিবেদক

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, তখন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর উপস্থিত ছিলেন। এই মামলায় আগে থেকেই তাঁরা জামিন নিয়েছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মো. মতিউর রহমান বলেন, ‘বাদীরা স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।
উল্লেখ্য, ‘নগর বাউল’ ব্যান্ডের ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুস্মিতা’ ও ‘যার যার ধর্ম’ এবং ‘মাইলস’ ব্যান্ডের ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গানগুলোর জন্য এই অভিযোগ আনেন জেমস, মানাম আহমেদ ও হানিম আহমেদ। তবে হঠাৎ কেন মামলা প্রত্যাহার করা হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ‘মাইলস’ বা ‘নগর বাউল’-এর কেউ এ বিষয়ে কথা বলতেও রাজি হননি।
সম্পর্কিত খবর

আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা’। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।
ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।
কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

অন্তর্জাল
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ ‘লেটার ফ্রম দ্য পাস্ট’। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

চলচ্চিত্র
পেয়ারার সুবাস

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

টিভি হাইলাইটস
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ‘ডেডলিয়েস্ট ক্যাচ’-এর পর্ব ‘৪৫০ মাইল স্টর্ম’। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।
।