kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

আরো খবর

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

আতিফ আহমেদ নিলয়

►  কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় ২৩ মে আত্মহত্যা করেছেন। তাঁর গাওয়া ‘বোকা পাখি’ গানটি সাড়ে চার কোটি ভিউ পেয়েছে ইউটিউবে। ‘কার বাসরে ঘুমাও’ গানটিও প্রায় চার কোটি ভিউ। আরো কয়েকটি গান কোটি ভিউ পেয়েছে তাঁর।

বিজ্ঞাপন

কিছুদিন আগে নিলয়ের বাবা মারা গিয়েছিলেন। তখন থেকেই হতাশাগ্রস্ত ছিলেন বলে জানায় তাঁর পরিবার।

►  রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবির পরিবেশক ছিল টিওটি ফিল্মস। কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া এই অভিনেতার ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির পরিবেশনার দায়িত্বও তারা পেয়েছে। ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান জানিয়েছেন, ছবির কিছু অংশের শুটিং বাকি। সেটা সম্পন্ন করেই জমা দেওয়া হবে সেন্সর বোর্ডে।

►  চার বছর পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আগুন। সুমন ধরের ‘শত্রু’ ছবিতে ‘প্রেমের মরা ডোবে নারে’ গানটি ব্যবহৃত হবে। পর্দায় ঠোঁট মেলাবেন বাপ্পী চৌধুরী।

►  সত্যজিৎ রায়ের ‘তারিণী খুড়ো’ অবলম্বনে বলিউডে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। ‘দ্য স্টোরিটেলার’ নামের ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিও। নির্মাণ করবেন অনন্ত নারায়ণ দেব। তারিণী খুড়োর চরিত্রে অভিনয় করবেন পরেশ রাওয়াল।

►  ‘খুশি’ ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরকোণ্ডা ও সামান্তা রুথ প্রভু। কাশ্মীরে পাহাড়ি নদীতে তাঁদের গাড়ি পড়ে যায়। ওই সময় গাড়িতেই ছিলেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে এখন চিকিৎসা করা হচ্ছে।

►  জনি ডেপের সঙ্গে প্রেমের গুজবে জড়িয়েছেন অ্যাটর্নি ক্যামিলি। যদিও ক্যামিলিকে এই প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গেছেন।সাতদিনের সেরা