► কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় ২৩ মে আত্মহত্যা করেছেন। তাঁর গাওয়া ‘বোকা পাখি’ গানটি সাড়ে চার কোটি ভিউ পেয়েছে ইউটিউবে। ‘কার বাসরে ঘুমাও’ গানটিও প্রায় চার কোটি ভিউ। আরো কয়েকটি গান কোটি ভিউ পেয়েছে তাঁর।
আরো খবর
অন্যান্য

► রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবির পরিবেশক ছিল টিওটি ফিল্মস। কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া এই অভিনেতার ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির পরিবেশনার দায়িত্বও তারা পেয়েছে।
► চার বছর পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আগুন।
► সত্যজিৎ রায়ের ‘তারিণী খুড়ো’ অবলম্বনে বলিউডে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। ‘দ্য স্টোরিটেলার’ নামের ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিও। নির্মাণ করবেন অনন্ত নারায়ণ দেব।
► ‘খুশি’ ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরকোণ্ডা ও সামান্তা রুথ প্রভু। কাশ্মীরে পাহাড়ি নদীতে তাঁদের গাড়ি পড়ে যায়। ওই সময় গাড়িতেই ছিলেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে এখন চিকিৎসা করা হচ্ছে।
► জনি ডেপের সঙ্গে প্রেমের গুজবে জড়িয়েছেন অ্যাটর্নি ক্যামিলি। যদিও ক্যামিলিকে এই প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গেছেন।
সম্পর্কিত খবর

আরো খবর

■ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।
■ ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?
■ দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।
■ বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

টিভি হাইলাইটস
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ ‘রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্ট—রিটার্ন’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’র মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের ছবিতে ‘একটা গল্প’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে।
কণা বলেন, ‘ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

অন্তর্জাল
জাস্টিস অন ট্রায়াল

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘জাস্টিস অন ট্রায়াল’। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।