ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ছবি থেকে বাদ জ্যাকলিন

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ছবি থেকে বাদ জ্যাকলিন
জ্যাকলিন ফার্নান্দেজ

২০০ কোটি রুপি আর্থিক অনিয়মের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই দুঃসময় চলছে জ্যাকলিন ফার্নান্দেজের। শ্রীলঙ্কান অভিনেত্রীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার। মা গুরুতর অসুস্থ হলেও ভারতের বাইরে যাওয়ার অনুমতি পাননি। এ ছাড়া গেল এক মাসে প্রতারণার অভিযোগে আটক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে জ্যাকলিনের।

যার জেরে সালমান খানের ‘দাবাং’ ট্যুর থেকে বাদ পড়েন। তখনই আশঙ্কা করা হয়েছিল, জ্যাকলিনের অভিনয় ক্যারিয়ারে কালো মেঘের ছায়া ঘনিয়ে আসছে। এবার যেন সেই আশঙ্কাই সত্যি হলো। নাগার্জুনা আক্কেনেনির সঙ্গে বড় বাজেটের ‘দ্য গোস্ট’ ছবিতে অভিনয়ের কথা ছিল জ্যাকলিনের।
কিন্তু ছবিটি থেকে বাদ পড়েছেন তিনি। বাদ পড়ার কারণ আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও মনে করা হচ্ছে প্রতারণা মামলায় নাম থাকার জেরেই এ ঘটনা ঘটেছে। শুরুতে ‘দ্য গোস্ট’-এ অভিনয় করার কথা ছিল কাজল আগারওয়ালের। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় স্থলাভিষিক্ত হন জ্যাকলিন।
প্রযোজকরা এবার চাইছেন এমন কোনো অভিনেত্রীকে নিতে যার পুরো ভারতেই পরিচিতি আছে।

এ ছবি থেকে বাদ পড়লেও জ্যাকলিনের হাতে এখনো ‘কিক ২’, ‘রাম সেতু’, ‘বচ্চন পাণ্ডে’ ও ‘সার্কাস’ ছবি আছে।

সূত্র : পিংকভিলা

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ফাউন্ডেশন সিজন ৩

শেয়ার
ফাউন্ডেশন সিজন ৩
‘ফাউন্ডেশন—সিজন ৩’ সিরিজের দৃশ্য

শুক্রবার অ্যাপল টিভি প্লাসে এসেছে জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন সিরিজ ‘ফাউন্ডেশন—সিজন ৩’। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক আইজ্যাক আসিমভের লেখা একই নামের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন রুপার্ট স্যান্ডার্স। গল্পের পরতে পরতে রয়েছে ঝুঁকিপূর্ণ নাটকীয়তা, যেখানে এক রহস্যময় টেলিপ্যাথ ‘দ্য মিউল’-এর কারণে হুমকির মুখে পড়ে ছায়াপথের ক্ষমতার ভারসাম্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাসিয়ান বিলটন, লরা বিয়ার্ন ও জ্যারেড হ্যারিস।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

প্রেম পিয়াসী

শেয়ার
প্রেম পিয়াসী
‘প্রেম পিয়াসী’ ছবিতে সালমান শাহ ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব। পরিচালক রেজা হাসমত। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : কলেজের অনুষ্ঠানে নিজেরই লেখা একটি গান গাওয়ার পরিকল্পনা করে হৃদয়।

গানের কথাগুলো যে কাগজে লিখেছিল, কলেজে যাওয়ার পথে সেটি উড়ে যায়। খুঁজে পায় অন্তরা। কলেজের অনুষ্ঠানে হৃদয়ের সামনেই গানটি পরিবেশন করে অন্তরা। শুরু হয় দুজনের কথার লড়াই, লড়াই থেকে প্রেম।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। কারণ দুজন দুই ধর্মের।

প্রাসঙ্গিক
মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর
আজমেরী হক বাঁধন

■ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচগানে মেতে উঠবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, আলিফ, আর্নিকসহ অনেকে।

■ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।

লিখেছেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? আমি কি সত্যিই যা মনে করি তা বলতে পারি? নাকি সত্যি কথা বলার অপরাধে আমিই হব পরবর্তী টার্গেট?’

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক

এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে বাংলাদেশের কাজী নওশাবা আহমেদের। দুর্গাপূজায় মুক্তি পাবে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। দুই বছর আগেই অনিক দত্তের ছবিটির শুটিং করেছেন নওশাবা। ১১ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

নওশাবা বলেন, ‘এ কাজটি আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এত দিন পর মুক্তি পেতে যাচ্ছে, তা-ও  দুর্গাপূজায়! এটা আমার জন্য বিশেষ আনন্দের।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ