kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

ছবি থেকে বাদ জ্যাকলিন

রংবেরং ডেস্ক   

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেছবি থেকে বাদ জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ

২০০ কোটি রুপি আর্থিক অনিয়মের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই দুঃসময় চলছে জ্যাকলিন ফার্নান্দেজের। শ্রীলঙ্কান অভিনেত্রীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার। মা গুরুতর অসুস্থ হলেও ভারতের বাইরে যাওয়ার অনুমতি পাননি। এ ছাড়া গেল এক মাসে প্রতারণার অভিযোগে আটক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে জ্যাকলিনের।

বিজ্ঞাপন

যার জেরে সালমান খানের ‘দাবাং’ ট্যুর থেকে বাদ পড়েন। তখনই আশঙ্কা করা হয়েছিল, জ্যাকলিনের অভিনয় ক্যারিয়ারে কালো মেঘের ছায়া ঘনিয়ে আসছে। এবার যেন সেই আশঙ্কাই সত্যি হলো। নাগার্জুনা আক্কেনেনির সঙ্গে বড় বাজেটের ‘দ্য গোস্ট’ ছবিতে অভিনয়ের কথা ছিল জ্যাকলিনের। কিন্তু ছবিটি থেকে বাদ পড়েছেন তিনি। বাদ পড়ার কারণ আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও মনে করা হচ্ছে প্রতারণা মামলায় নাম থাকার জেরেই এ ঘটনা ঘটেছে। শুরুতে ‘দ্য গোস্ট’-এ অভিনয় করার কথা ছিল কাজল আগারওয়ালের। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় স্থলাভিষিক্ত হন জ্যাকলিন। প্রযোজকরা এবার চাইছেন এমন কোনো অভিনেত্রীকে নিতে যার পুরো ভারতেই পরিচিতি আছে।

এ ছবি থেকে বাদ পড়লেও জ্যাকলিনের হাতে এখনো ‘কিক ২’, ‘রাম সেতু’, ‘বচ্চন পাণ্ডে’ ও ‘সার্কাস’ ছবি আছে।

সূত্র : পিংকভিলাসাতদিনের সেরা