তারকাদের মধ্যে এবার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন সুবর্ণা মুস্তাফা, কুমার বিশ্বজিৎ, এস ডি রুবেল, তাহসান খান, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। ১৭ নভেম্বর এক প্রজ্ঞাপনে ২০২০-২০২১ বর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ জনের নাম প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড। তালিকা তৈরি হয়েছে ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দেওয়া করের ভিত্তিতে।
সেরা করদাতার তালিকায় জায়গা পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘একজন নাগরিক হিসেবে কর দেওয়া আমার দায়িত্ব।
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। আমি চাই অন্যরাও তাঁদের দায়িত্ব পালন করুন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করুন।’
সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমাদের দেশে উপার্জনক্ষম প্রত্যেকের মাঝেই কর দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে সেদিন দূরে নয়, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে।
’
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সেরা করদাতার তালিকায় থাকতে পেরে ভীষণ উচ্ছ্বসিত, ‘রাজস্ব বোর্ডের কাছে কৃতজ্ঞ। গত বছরও তারা আমাকে সেরা করদাতার তালিকায় রেখেছিলেন। আমি আমার উপার্জন অনুযায়ী কর দিয়েছি। ভাবতে পারিনি এত শর্ট লিস্টে স্থান পাব।
’
উল্লেখ্য, এবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সেক্টরে সেরা করদাতা হয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।
নিয়ম অনুযায়ী ট্যাক্স কার্ডধারীরা বিমানবন্দর, হাসপাতাল, যাতায়াতসহ অন্যান্য সরকারি সেবায় অগ্রাধিকার পাবেন। উল্লেখ্য, গেলবারের সেরা করদাতার তালিকায়ও ছিলেন মিম ও তাহসান।