kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

অপুর নতুন নায়ক

রংবেরং প্রতিবেদক   

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅপুর নতুন নায়ক

অপুর সঙ্গে জয়

ক্যারিয়ারের বেশির ভাগ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অবশ্য মাঝেমধ্যে মান্না, কাজী মারুফদের সঙ্গেও দেখা গেছে ঢালিউড কুইনকে। মাঝখানে দুই বছরের বিরতি দিয়ে অভিনয়ে ফেরেন অপু। শুরুতেই জুটি গড়েন বাপ্পী চৌধুরীর সঙ্গে। এই জুটির ‘ভালোবাসা জিন্দাবাদ ২’ এখন মুক্তির অপেক্ষায়। বাপ্পীর পর এবার জয় চৌধুরীর সঙ্গে জুটি হলেন অপু। ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের ছবিটি নির্মাণ করছেন সোলায়মান আলী লেবু। গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে শুটিং। অপু বলেন, “সব সময় আমি নবীনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পরিচালক আমার বিপরীতে জয়কে নেওয়ার কথা জানালে আমি রাজি হয়েছি। জয়ের কয়েকটি ছবি আমি আগেই দেখেছিলাম। শাকিবের সঙ্গে অভিনয় করা ‘হিটম্যান’-এ জয়ও ছিল। তার মধ্যে সম্ভাবনা আছে। সুযোগ পেলে অবশ্যই ভালো করবে।” জয় বলেন, ‘অপু বিশ্বাসকে দর্শক ভালোবেসে ঢালিউড কুইন উপাধি দিয়েছে। তাঁর সঙ্গে কাজ করছি ভেবে ভালো লাগছে।’সাতদিনের সেরা