ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ভুয়া টুইট বিড়ম্বনা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ভুয়া টুইট বিড়ম্বনা

দিন কয়েক আগেই ভাইরাল হয় মেগান ফক্সের একটি টুইট, যেখানে ভক্তদের মাস্ক না পরার আহ্বান জানাচ্ছেন অভিনেত্রী! মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মেগান, সঙ্গে এমন একটি ছবিও যুক্ত করা হয়। এর পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। কেন এমন কাণ্ড করলেন মেগান? অনুসন্ধান শুরু করে জানা গেল, আদতে তিনি এমন কোনো কথাই বলেননি! তাঁর নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। ‘আবারও বলতে চাই, মাস্ক না পরা নিয়ে আমি কোনো বক্তব্যই দিইনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। সবাই জানেন, ইন্টারনেটের দুনিয়ায় কত আজব কাণ্ড হয়।’ এক সাক্ষাৎকারে বলেন মেগান। ভক্তদের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান ৩৪ বছর বয়সী অভিনেত্রী, ‘আশা করি, সবাই বুঝবেন কী ঘটেছিল।
কারো উল্টাপাল্টা কথায় কান দেবেন না। নিজের ও পরিবারের সুরক্ষা সবচেয়ে আগে।’

 

সূত্র : পিপলডটকম

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান এক সেকেন্ডের নাই ভরসা। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।

আজ ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।

কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

গল্প পছন্দ হলেও পরে অ্যাটলি কুমারের একটি ছবির প্রস্তাব পান তিনি। সেটার গল্প বেশি ভালো লাগায় স্পিরিট ছেড়ে দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

শেয়ার
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট
‘লেটারস ফ্রম দ্য পাস্ট’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ লেটার ফ্রম দ্য পাস্ট। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

বদলে যায় তার জীবনের গল্প। সিরিজটির অভিনয়ে আছেন আইপেক তুর্কতান, গুনিস নেজি সেনসয়, ওনুর তুনা, সেলিন ইয়েনিনসি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

পেয়ারার সুবাস

শেয়ার
পেয়ারার সুবাস
‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া আহসান

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

বউকে নিয়ে ওঠে টিনের ঘরে। বউ আশা করেছিল মুন্সী অনেক ধনী। বড় বাড়িতে বিয়ে হয়েছে তার। সে সচ্ছল আর স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখেছিল।
কিন্তু বাড়িঘরের খাপছাড়া পরিস্থিতি তাকে হতাশ করে। সংসারের প্রতি শুরুতেই তার বৈরাগ্য আসে। স্বামী-স্ত্রীর মধ্যে লাগে দ্বন্দ্ব।

মন্তব্য
টিভি হাইলাইটস

ডেডলিয়েস্ট ক্যাচ

শেয়ার
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ডেডলিয়েস্ট ক্যাচ-এর পর্ব ৪৫০ মাইল স্টর্ম। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।

মন্তব্য

সর্বশেষ সংবাদ