► সরকারি অনুদান ও গণ-অর্থায়নে নির্মিত তানভীর মোকাম্মেলের ছবি ‘রূপসা নদীর বাঁকে’ মুক্তি পাবে ১১ ডিসেম্বর। ভারতের গোয়া উৎসবেও [১৬-২৩ জানুয়ারি] প্রদর্শিত হবে ছবিটি।
► করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা সানি দেওল। তবে শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি।