আর্গো : অভিনয়ে বেন অ্যাফ্লেক, জন গুডম্যান। পরিচালনা বেন অ্যাফ্লেক। সকাল ১১টা ৫২ মিনিট, এইচবিও।
গল্পসূত্র : ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাসে থাকা ৬০ কর্মকর্তাকে জিম্মি করে ইরান সরকার। তবে অন্য ছয় কর্মকর্তা পালিয়ে গিয়ে আশ্রয় নেয় কানাডীয় দূতাবাসে। তাদের উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সিআইএকে। পরিকল্পনা অনুযায়ী ভুয়া এক ছবির শুটিংয়ের অনুমতি নেওয়া হয় ইরানে। শুটিং শেষে ছবির কলাকুশলী হিসেবে সেই ছয় কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র।
মন্তব্য