আর্গো : অভিনয়ে বেন অ্যাফ্লেক, জন গুডম্যান। পরিচালনা বেন অ্যাফ্লেক। সকাল ১১টা ৫২ মিনিট, এইচবিও।
গল্পসূত্র : ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাসে থাকা ৬০ কর্মকর্তাকে জিম্মি করে ইরান সরকার।
আর্গো : অভিনয়ে বেন অ্যাফ্লেক, জন গুডম্যান। পরিচালনা বেন অ্যাফ্লেক। সকাল ১১টা ৫২ মিনিট, এইচবিও।
গল্পসূত্র : ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাসে থাকা ৬০ কর্মকর্তাকে জিম্মি করে ইরান সরকার।
সম্পর্কিত খবর
শুক্রবার অ্যাপল টিভি প্লাসে এসেছে জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন সিরিজ ‘ফাউন্ডেশন—সিজন ৩’। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক আইজ্যাক আসিমভের লেখা একই নামের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন রুপার্ট স্যান্ডার্স। গল্পের পরতে পরতে রয়েছে ঝুঁকিপূর্ণ নাটকীয়তা, যেখানে এক রহস্যময় টেলিপ্যাথ ‘দ্য মিউল’-এর কারণে হুমকির মুখে পড়ে ছায়াপথের ক্ষমতার ভারসাম্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাসিয়ান বিলটন, লরা বিয়ার্ন ও জ্যারেড হ্যারিস।
অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব। পরিচালক রেজা হাসমত। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : কলেজের অনুষ্ঠানে নিজেরই লেখা একটি গান গাওয়ার পরিকল্পনা করে হৃদয়।
■ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচগানে মেতে উঠবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, আলিফ, আর্নিকসহ অনেকে।
■ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।
এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে বাংলাদেশের কাজী নওশাবা আহমেদের। দুর্গাপূজায় মুক্তি পাবে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। দুই বছর আগেই অনিক দত্তের ছবিটির শুটিং করেছেন নওশাবা। ১১ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।