kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

অণিমার চার গানচিত্র

রংবেরং প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅণিমার চার গানচিত্র

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চারটি নতুন গানের ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। আজ মহানবমীতে রাত ১০টায় চ্যানেল আইয়ের ‘নিবেদন’ অনুষ্ঠানে প্রকাশ পাবে চারটি গানচিত্রই। একই সঙ্গে গানগুলো চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ও অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। গানগুলো হলো অতুলপ্রসাদ সেনের ‘বঁধু ক্ষণিকের দেখা’, ‘মোর আজি গাঁথা হলো না’ ও ‘বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে’ এবং রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’।

অণিমা রায় বলেন, ‘শিল্পী হিসেবে উৎসব রাঙাতে গান ছাড়া তো বড় কোনো উপহার আমার কাছে নেই। তাই এটি আমার দর্শক-শ্রোতাদের জন্য শারদীয় শুভেচ্ছা।’

অণিমা জানান, ভিডিওগুলোতে তাঁর মিউজিক স্কুল ‘সুরবিহার’-এর ছাত্র-ছাত্রীরা নেচেছে, মডেল হিসেবে অংশ নিয়েছে। শুটিং হয়েছে মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

 

মন্তব্যসাতদিনের সেরা