<p>কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে বন্ধ হয়ে যায় এয়ার অ্যারাবিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। আজ শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে ফ্লাইট চলাচল চালু রাখে।</p> <p>বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘শারজাহ থেকে আসা ফ্লাইটটিতে ১৯১ জন যাত্রী ও নয়জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন এবং বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। উড়োজাহাজটি অবতরণের পর পরই রানওয়েতে বন্ধ হয়ে যায়। আমরা সকাল ৮টা ৫২ মিনিটের দিকে উড়োজাহাজটিকে নিরাপদে টেনে সরিয়েছি। প্রকৌশলীরা সমস্যাটি খুঁজে এর সমাধান করবেন। আশা করি রাত ১০টার মধ্যে আবার উড়োজাহাজটি উড্ডয়ন কতে পারবে।’</p> <p>এর আগে জানুয়ারি মাসে কারিগরি ত্রুটির কারণে এয়ার এরাবিয়ার একটি শারজাহগামী ফ্লাইটকে উড্ডয়নের দুই ঘণ্টা পর ১৪৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।</p>