kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

আত্মহত্যা করতে চেয়েছিলেন

রংবেরং ডেস্ক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআত্মহত্যা করতে চেয়েছিলেন

কেটি পেরি

২০১৭ সালে মুক্তি পায় কেটি পেরির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘উইটনেস’। ডাহা ফ্লপ করে, সমালোচকরাও অ্যালবামটি নিয়ে ভালো কিছু বলেননি। অ্যালবামের ব্যর্থতার সঙ্গে যোগ হয় ব্যক্তিজীবনের ঝামেলা। বছর দেড়েক প্রেমের পর অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয়। সব মিলিয়ে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন গায়িকা। সেটা এতটাই যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন! ‘অ্যালবামটার পেছনে অনেক শ্রম ছিল। সেটা এভাবে মাঠে মারা যাওয়ায় খুব হতাশ ছিলাম। আর সম্পর্ক ভাঙার পর মনে হয়েছিল সব শেষ হয়ে গেল। বাঁচার কোনো মানে হয় না।’ এক সাক্ষাৎকারে বলেন গায়িকা। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়ান, কিছুদিন পর ব্লুমের সঙ্গে সম্পর্কও জোড়া লাগে। কিছুদিন আগে বাগদানের পর কেটি ও ব্লুম এখন নতুন সন্তানের অপেক্ষায়। বছর তিনেক আগের দুঃসহ স্মৃতি ভুলে গায়িকা এখন জীবন দারুণ উপভোগ করছেন, ‘অবশ্যই আমি নিজের ভাগ্য ঠিক করি। এখন ভালো সময় কাটছে। আমি আর আমার সন্তানের হবু বাবা দুজনই খুশি।’ সন্তান জন্মদানের পর নতুন অ্যালবাম নিয়ে কাজ শুরু করবেন বলেও জানান। ভক্তদের জন্য ‘বড় কিছু’ উপহার নিয়ে শিগগিরই ফিরবেন বলেও কথা দেন পেরি।

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা