পরের মেয়ে
এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় এটি। রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনায় হাবিব শাকিল। অভিনয়ে সাদিয়া জাহান প্রভা, দিলারা জামান, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া প্রমুখ।
নাচের ইশকুল
দুরন্ত টিভিতে চলছে নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় প্রচার হয় এটি। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, বেনজির সালাম, অনিক বোস, নীলাঞ্জনা জুঁই, সাব্বির আহমেদ খান বিজু, সামিনা হোসেইন প্রেমা, সুইটি দাস চৌধুরী এবং অর্থি আহমেদরা শিশুদের নাচ শেখান এখানে।
অ্যান-সোফি পিক
তাঁকে দুনিয়ার সেরা শেফের একজন বলে মনে করা হয়।
২০১১ সালে বিশ্বের সেরা নারী শেফের স্বীকৃতিও পেয়েছেন। তাঁর গল্প নিয়েই এ তথ্যচিত্র। প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে, বিবিসি ওয়ার্ল্ডে।
শ্রীময়ী
পরিবারের সবাইকে ভালো রাখতে শ্রীময়ীর চেষ্টার কমতি নেই।
কিন্তু তাঁর চেষ্টা সত্ত্বেও অনিন্দ্যর জীবনে কি বিপদ ঘনিয়ে এলো? আজকের পর্ব সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, স্টার জলসায়।