চীনা সিরিজ মু
একুশে টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত ১০টায় রয়েছে বাংলায় ডাবিংকৃত চীনা ড্রামা সিরিজ ‘মু’। চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনা ফুটে উঠেছে সিরিজটিতে।
সিসিমপুর
দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে রয়েছে ‘সিসিমপুর’। হালুম, টুকটুকি, ইকরি, শিকুদের নিয়ে মজার মজার গল্পে সাজানো হয়েছে এবারের পর্বগুলো।
টকিং মুভিজ
১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এবারের অস্কারে লেখা হয়েছে অনেক নতুন ইতিহাস। এবার একাডেমি অ্যাওয়ার্ডসের রিভিউ নিয়েই ‘টকিং মুভিজ’-এর বিশেষ পর্ব। বিকেল ৩টা ৫ মিনিটে, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।
ফিরকি
ফিরকির বিয়ের কথাবার্তা চলছে।
কিন্তু মেয়ের মা সম্পর্কে জানতে পেরেই পিছয়ে যায় পাত্রপক্ষ। ফিরকির মা যে তৃতীয় লিঙ্গের মানুষ। নতুন এই ধারাবাহিকটি দেখা যাচ্ছে রাত ৯টা ৩০ মিনিটে, জি বাংলায়। প্রধান চরিত্রে আছেন সম্প্রীতি পোদ্দার।