বন্ধু চিরকাল
এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বন্ধু চিরকাল’। রাত ৮টায় দেখানো হবে নাটকটি। রচনা সোহান খান, পরিচালনা এহসানুল হক সেলিম। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, আল মনসুর, সাদেক বাচ্চু, সাবেরী আলম, আরমান পারভেজ মুরাদ, ওবিদ রেহান, এহসানুল হক সেলিম, সাজ্জাদ রেজা, হুমায়রা হিমু, মিমো, টয়া প্রমুখ।
মিউজিক ক্লাব
বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। আজকের অতিথি ফাতেমা জাহাঙ্গীর জুলি ও সুজন আরিফ। অনুষ্ঠানে গাওয়ার পাশাপাশি সংগীতজীবনের নানা গল্প শোনাবেন তাঁরা। দর্শকরাও ফোন কলের মাধ্যমে পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।
সারভাইভার
এই রিয়েলিটি শোতে প্রতিযোগীদের নির্জন জায়গায় পাঠানো হয়। বেঁচে থাকার খুব সামান্য উপকরণ দেওয়া হয় তাঁদের। সেখান থেকে ঠিকঠাক বাড়ি ফিরতে পারলেই মিলবে মিলিয়ন ডলার পুরস্কার। অনুষ্ঠানটি দেখা যাবে সন্ধ্যা ৭টায়।
দীপাবলির সাতকাহন
সমরেশ মজুমদারের জনপ্রিয় উপন্যাস ‘সাতকাহন’ অবলম্বনে। উপন্যাসটির প্রধান চরিত্র দীপাবলির জীবনের উত্থান-পতন নিয়ে সিরিজটির গল্প। প্রধান চরিত্রে সৌমি চট্টোপাধ্যায়। আজকের পর্ব রাত ৮টায়।