ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

টিভি হাইলাইটস

notdefined
notdefined
শেয়ার
টিভি হাইলাইটস
ফাতেমা জাহাঙ্গীর জুলি

বন্ধু চিরকাল

এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বন্ধু চিরকাল’। রাত ৮টায় দেখানো হবে নাটকটি। রচনা সোহান খান, পরিচালনা এহসানুল হক সেলিম। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, আল মনসুর, সাদেক বাচ্চু, সাবেরী আলম, আরমান পারভেজ মুরাদ, ওবিদ রেহান, এহসানুল হক সেলিম, সাজ্জাদ রেজা, হুমায়রা হিমু, মিমো, টয়া প্রমুখ।

 

মিউজিক ক্লাব

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। আজকের অতিথি ফাতেমা জাহাঙ্গীর জুলি ও সুজন আরিফ। অনুষ্ঠানে গাওয়ার পাশাপাশি সংগীতজীবনের নানা গল্প শোনাবেন তাঁরা। দর্শকরাও ফোন কলের মাধ্যমে পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।

 

সারভাইভার

এই রিয়েলিটি শোতে প্রতিযোগীদের নির্জন জায়গায় পাঠানো হয়। বেঁচে থাকার খুব সামান্য উপকরণ দেওয়া হয় তাঁদের। সেখান থেকে ঠিকঠাক বাড়ি ফিরতে পারলেই মিলবে মিলিয়ন ডলার পুরস্কার। অনুষ্ঠানটি দেখা যাবে সন্ধ্যা ৭টায়।

 

দীপাবলির সাতকাহন

সমরেশ মজুমদারের জনপ্রিয় উপন্যাস ‘সাতকাহন’ অবলম্বনে। উপন্যাসটির প্রধান চরিত্র দীপাবলির জীবনের উত্থান-পতন নিয়ে সিরিজটির গল্প। প্রধান চরিত্রে সৌমি চট্টোপাধ্যায়। আজকের পর্ব রাত ৮টায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান এক সেকেন্ডের নাই ভরসা। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।

আজ ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।

কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

গল্প পছন্দ হলেও পরে অ্যাটলি কুমারের একটি ছবির প্রস্তাব পান তিনি। সেটার গল্প বেশি ভালো লাগায় স্পিরিট ছেড়ে দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

শেয়ার
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট
‘লেটারস ফ্রম দ্য পাস্ট’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ লেটার ফ্রম দ্য পাস্ট। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

বদলে যায় তার জীবনের গল্প। সিরিজটির অভিনয়ে আছেন আইপেক তুর্কতান, গুনিস নেজি সেনসয়, ওনুর তুনা, সেলিন ইয়েনিনসি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

পেয়ারার সুবাস

শেয়ার
পেয়ারার সুবাস
‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া আহসান

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

বউকে নিয়ে ওঠে টিনের ঘরে। বউ আশা করেছিল মুন্সী অনেক ধনী। বড় বাড়িতে বিয়ে হয়েছে তার। সে সচ্ছল আর স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখেছিল।
কিন্তু বাড়িঘরের খাপছাড়া পরিস্থিতি তাকে হতাশ করে। সংসারের প্রতি শুরুতেই তার বৈরাগ্য আসে। স্বামী-স্ত্রীর মধ্যে লাগে দ্বন্দ্ব।

মন্তব্য
টিভি হাইলাইটস

ডেডলিয়েস্ট ক্যাচ

শেয়ার
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ডেডলিয়েস্ট ক্যাচ-এর পর্ব ৪৫০ মাইল স্টর্ম। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।

মন্তব্য

সর্বশেষ সংবাদ