জেমস বন্ডের সঙ্গে ওমেগার সম্পর্ক প্রায় ২৫ বছর হতে চলল। ১৯৯৫ সালে ‘গোল্ডেন আই’ ছবিতে অভিনেতা ড্যানিয়েল ক্রেগ ‘ওমেগা সিমেস্টার ডাইভার ৩০০এম’ মডেলের ঘড়িটি ব্যবহার করেন। এর পর থেকে বিশ্বজুড়ে বন্ডভক্তদের কাছে ওমেগা ঘড়ির এই মডেল তুমুল জনপ্রিয়তা পায়। জেমস বন্ডভক্তদের জন্য বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’-এর পাশাপাশি আরো একটি সুসংবাদ দিয়েছে সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওমেগা।