kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

টিভি হাইলাইটস

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

শেখ জসিম

সোনার খাঁচা

এনটিভিতে রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘সোনার খাঁচা’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, আল মনসুর, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, শানু, আরফান আহমেদ, সজিব, হারুন, রাজা প্রমুখ।

 

 

তোমায় গান শোনাবো

মাছরাঙা টিভিতে রাত ১১টায় রয়েছে বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। সরাসরি এ আয়োজনে আজকের অতিথি গজলশিল্পী শেখ জসিম। দর্শকরাও ফোন কলের মাধ্যমে শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। করতে পারবেন নিজের পছন্দের গানের অনুরোধ। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।

 

 

টপ অব দ্য ওয়ার্ল্ড

জার্মানির এক-চতুর্থাংশ সম্পত্তির মালিকানা দেশটির জনসংখ্যার মাত্র ১ শতাংশের হাতে। কিন্তু সাধারণ মানুষ বিলিয়নেয়ার হিসেবে তাদের আলাদা করে চেনে না। তাদের নিয়ে প্রামাণ্যচিত্র সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

 

নেভার সে নেভার

২২ মিনিটে বিক্রি হয়ে গিয়েছিল জাস্টিন বিবারের মাই ওয়ার্ল্ড ট্যুরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কনসার্টের সব টিকিট। ২০১০ সালের কনসার্টটির আদ্যোপান্ত ও বিবারের বেড়ে ওঠার গল্প নিয়ে প্রামাণ্যচিত্র। দেখা যাবে আজ সকাল ১০টা ১৫ মিনিটে, ওয়ার্নার টিভিতে।

মন্তব্য