kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

সেলিমের ওয়েব সিরিজে পরী

রংবেরং প্রতিবেদক   

৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেলিমের ওয়েব সিরিজে পরী

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেন পরীমণি। এবার একই পরিচালকের ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আপাতত সিরিজটির নাম রাখা হয়েছে ‘সমাচার’। তবে নাম বদলাতে পারেন বলে জানিয়েছেন সেলিম। আগামী সপ্তাহ থেকেই শুটিং শুরু হওয়ার কথা। সেলিম বলেন, “সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরী। বায়োস্কপ প্রডাকশন থেকে এটি নির্মাণ করতে যাচ্ছি। পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, এই সময়ের সেরা অভিনেত্রী সে। যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তাই সিরিজটিতে তাকে নেওয়া। কোন চরিত্রে বা কিভাবে তাকে উপস্থাপন করব তা এখনি বলতে চাচ্ছি না। এটা চমক হিসেবে থাকুক। তবে দর্শক নতুন কিছু পাবে বলে কথা দিচ্ছি।’

মন্তব্য