<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামের বিধবা নুরজাহানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নুরজাহান নামে এক নারী ওই ঘরে আটকা পড়েন। স্থানীয়রা ঘরের জানালা ভেঙে তাঁকে উদ্ধার করে। পরে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। </span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।</span></span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত বুধবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শাহিন আলম জানান, ঘটনার সময় জ্বালানিবাহী একটি লরি এসে ফরিদ ফিলিং স্টেশনে তেল খালাস করছিল। গাড়ির চালক পাম্পের ভেতরে কাউন্টারে বসে ছিলেন। তেল খালাস প্রায় শেষের দিকে এমন সময় পাম্পের এক কর্মচারী সেখানে এসে সিগারেট ধরায়। সেখান থেকেই আগুনে সূত্রপাত।</span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঁইয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ৯৯৯-এ কল আসে ফরিদ ফিলিং স্টেশনে আগুন লাগার বিষয়ে। তখন দ্রুত আমরা স্পটে যাই এবং আগুনের ভয়াবহতা বেশি থাকায় আশপাশের ফায়ার সার্ভিস অফিসের সহযোগিতা চেয়ে মেসেজ দেওয়া হয়। তখন সব মিলিয়ে সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></span></p>