যশোরের অভয়নগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলমগীর হাওলাদার (৪০) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বৌবাজার এলাকার মৃত ছামসু হাওলাদারের ছেলে। গতকাল বুধবার সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়া এলাকার কবিরাজ বাগানের মধ্যে একটি দেবদারুগাছের সঙ্গে প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এ সময় নিহতের হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল।
সংক্ষিপ্ত
হাত-পা বাঁধা লাশ উদ্ধার
অভয়নগর (যশোর) প্রতিনিধি

সম্পর্কিত খবর

নির্যাতনে হাসপাতালে মুমূর্ষু মাদরাসাছাত্রী
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে এক মাদরাসাছাত্রীকে এক বখাটে ধর্ষণচেষ্টা ও যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নির্যাতিত মেয়েটির বাবা গত সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। নির্যাতিত মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী প্রভাবশালী নুর জামাল হাওলাদারের বখাটে ছেলে আমার মেয়েকে আটকে ধর্ষণের চেষ্টা চালায়।

বজ্রপাতে দুই শ্রমিক নিহত
ধামইরহাট-পত্নীতলা ও ক্ষেতলাল প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় জমি চাষ করার সময় বজ্রপাতে স্বাধীন (২৬) নামের এক ট্রলির চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রহমান সোনারের ছেলে। জানা গেছে, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে আমন ধানের জমিতে হালচাষ করছিলেন।

পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু
খুলনা অফিস ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

খুলনা থেকে রূপসা নদী পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি শিশু নদীতে পড়ে মারা গেছে। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারের মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে ওই শিশু নদীতে পড়ে যায়। ট্রলারটি পশ্চিম রূপসা খেয়াঘাট থেকে পূর্বপারে ভিড়লে আরো এক যুবক নদীতে পড়ে যান।

সংক্ষিপ্ত
মাদকের বিরুদ্ধে ৯০০ শিক্ষার্থীর লাল কার্ড
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

‘আমি কখনো মাদক সেবন করব না, আমি কখনো দুর্নীতির সঙ্গে জড়াব না। আমি সময় নষ্ট করে স্মার্টফোনে আসক্ত হব না।’ গতকাল বৃহস্পতিবার সকালে এই শপথে মুখরিত হয় রাউজান আরআরএসি মডেল সরকারি হাই স্কুলের মাঠ। জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক এ কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থী।