ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
সংক্ষিপ্ত

রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

বগুড়ার আদমদীঘিতে বৃষ্টিতে কাদামাটি সৃষ্টি হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী। গতকাল দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামে কাদামাটির রাস্তায় ধানের চারা লাগিয়ে এমন অভিনব প্রতিবাদ জানানো হয়। জানা গেছে, বিনাহালী গ্রামের বটতলী বাজার থেকে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন চলাচল করে। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি কাদামাটি আর পানিতে একাকার হয়ে পথচারীসহ যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে।

ফলে অসহনীয় দুর্ভোগের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষুব্ধ গ্রামবাসী গতকাল দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানান। নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক খন্দকার বলেন, ‘রাস্তাটির জন্য আবেদন করে চাহিদাপত্র পাঠিয়েছি। বরাদ্দ পেলে রাস্তাটি করে দেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভুয়া চিকিৎসকের ওষুধে চোখ নষ্ট, জরিমানা

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ভুয়া চিকিৎসকের ওষুধে চোখ নষ্ট, জরিমানা

হোমনায় একটি চশমার দোকানে ভুয়া চক্ষু চিকিৎসকের চিকিৎসায় এক ব্যবসায়ীর বাঁ চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার শারবীন চশমা ঘরে ইউএনও ক্ষেমালিকা চাকমা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই চিকিৎসক ভুয়া বলে প্রমাণিত হন। ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম নামের ওই ব্যক্তি হোমনা আদর্শপাড়ার বাসিন্দা এবং একজন বিকাশ-ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

তিনি অভিযোগে জানান, চোখে পানি পড়ার সমস্যায় শারবীন চশমা ঘরের ডা. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার পর তাঁর চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হাই নিশ্চিত করেন যে ভুল চিকিৎসার কারণে তাঁর চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া উপায় নেই। ভুক্তভোগী তাঁর লিখিত অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে দাখিল করলে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

মন্তব্য

আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এবার প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন। গত মঙ্গলবারও প্রায় দুই কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার ৪৮ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বুধবার সিলেট ব্যাটালিয়নের অধীন কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উত্মা, সোনারহাট, পাথরকোয়ারী, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপি কর্তৃক এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, ক্রিম, ফেসওয়াশ, চকোলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, গুঁড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য দুই কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা।

 

মন্তব্য

বেনাপোল সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
শেয়ার
বেনাপোল সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে (৩৩) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তাঁর পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা থাকায় তাঁকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড উল্লেখ করে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি বের করেন তাঁরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা মাইলস্টোনের শিক্ষার্থীদের ছয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে তাদের ওপর সেনা ও পুলিশি হামলার বিচারের দাবি জানান।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ