ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে ২২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এই কমিটির অনুমোদন দিয়েছেন। গত মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রিটার্নিং অফিসারদের সঙ্গে এই উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এই উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সদস্যসচিবের ভূমিকা পালন করবেন।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, দুই প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা) এবং উপদেষ্টা কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের অধ্যাপক, চিফ রিটার্নিং অফিসার ও অন্য রিটার্নিং অফিসাররা।
বৈঠকে আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তাব্যবস্থা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী উপদেষ্টারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।