বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার পরিচিতিসভা ও বসুন্ধরা শুভসংঘ সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উদ্যোগে আগৈলঝাড়ায় মাদকবিরোধী শোভাযাত্রা এবং হালুয়াঘাটে করোনা ও ডেঙ্গু সচেতনতায় আলোচনাসভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
চট্টগ্রাম : বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার পরিচিতিসভা ও বসুন্ধরা শুভসংঘ সাহিত্য পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
উপস্থিত ছিলেন ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সহসভাপতি মোহাম্মদ ফাহিম রেজা ও সুরাইয়া পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা খালিদ বিন শামস, অর্থ সম্পাদক নাজমুস সাকিব নাবিল, নারীবিষয়ক সম্পাদক দোলা দেবনাথ, প্রচার সম্পাদক আল হাসনাত পিয়াস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শাহিনুর বেগম, ক্রীড়া সম্পাদক রবিউল আউয়াল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আহনাফ মুজিব মাহি ও গ্রন্থনাবিষয়ক সম্পাদক পুষ্পিতা পাল জয়া প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল) : বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভেগাই হালদার পাবলিক একাডেমিতে আলোচনাসভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সহসভাপতি মো. শাহ আলম রাঢ়ী। বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী উপপরিদর্শক জাহিদ রাসুল, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, প্রেস ক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর-রশিদ, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বাড়ৈ, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার সহসভাপতি সমীরণ রায় প্রমুখ।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে গতকাল করোনা ও ডেঙ্গু সচেতনতায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি জাহিদুজ্জামান শিহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন। উপস্থিত ছিলেন সহসভাপতি আল শাহরিয়ার বিবেক, আবু সাঈদ, হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদা মিনজাব নূপুর, লামিয়া আক্তার ঊর্মি, সাংগঠনিক সম্পাদক ওয়াদুজ্জামান সাদমান শুভ, সহসাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলাম শুভ, আরিফ ইসলাম তাসিন প্রমুখ।