মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে কিছু ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।
গতকাল সোমবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস জানায়, আটকদের কয়েকজনকে এরই মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, আর কয়েকজন এখনো পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের মুখে রয়েছেন। পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল জানান, সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ (যা ‘সোসমা’ নামে পরিচিত) আইনের আওতায় এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।