পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে গতকাল রবিবার থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেছেন।
গতকাল রবিবার সরেজমিনে দেখা গেছে, কয়েকজন উপদেষ্টা সকালে সচিবালয়ে প্রবেশ করেন। চলমান রাজনৈতিক বাস্তবতায় দেশে নির্বাচনকালীন সরকার না থাকায় বেশির ভাগ উপদেষ্টাই ঈদের সময় ঢাকায় অবস্থান করেছেন।
ফলে রবিবার অফিস খোলার দিনে কাউকে অনুপস্থিত পাওয়া যায়নি। অফিসে এসে তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে।
সকালে তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, মন্ত্রণালয়ের বেশির ভাগ কর্মকর্তাই উপস্থিত আছেন। এ ছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে করিডর, লিফটগুলোর সামনে ভিড় একটু কম ছিল।
গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো গাড়িতে ভরা ছিল।
ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাঁদের কথায় ও আচরণে ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে।
অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে গতকাল দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তাঁরা বেশির ভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন।
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানও : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর গতকাল রবিবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার প্রথম ধাপে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। এরপর ২২ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে। মাদরাসাগুলোর ছুটি সবচেয়ে দীর্ঘ হওয়ায় সেগুলো খুলবে ২৬ জুন।