কানাডায় হালকা নৌযান ক্যানু ডুবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট সাইফুজ্জামান ও তাঁর বন্ধু টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব মারা গেছেন। কানাডার স্থানীয় সময় রবিবার বিকেল ৩টা ৬ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, সাইফুজ্জামানের সঙ্গে বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামানের মরদেহ বাংলাদেশে আনার জন্য বিমানের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
সাইফুজ্জামান শনিবার সপরিবারে কানাডায় পৌঁছান বলে জানিয়েছেন বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর।
টরন্টো থেকে প্রকাশিত বাংলা পত্রিকা দেশে বিদেশের সম্পাদক নজরুল ইসলাম মিন্টু জানিয়েছেন, অবকাশ যাপন ও বড় মেয়ের সঙ্গে দেখা করতে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঢাকা থেকে টরন্টো যান সাইফুজ্জামান। তাঁর বড় মেয়ে টরন্টোর এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। রবিবার তাঁরা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিনজি শহরে গিয়ে একটি কটেজে ওঠেন।
দুপুরের দিকে সাইফুজ্জামান, রাকিব ও তাঁর ছেলে মাহির একটি ক্যানু নিয়ে হ্রদে নামেন। ক্যানুটি যখন স্টারজেন হ্রদের বুকে এগিয়ে চলছিল, তখন তীরে দাঁড়িয়ে থাকা সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করে ক্যানু উল্টে যায়। মাহির সাঁতরে পাড়ে উঠে আসেন, কিন্তু সাইফুজ্জামান ও রাকিব আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা দুজনকেই উদ্ধার করেন, ততক্ষণে তাঁরা আর জীবিত ছিলেন না।
পুলিশের বরাতে কানাডার সংবাদমাধ্যম সিটিভিনিউজ লিখেছে, রবিবার বিকেলে কাওয়ার্থা লেক অঞ্চলের একটি হ্রদে ক্যানু উল্টে দুই ব্যক্তি মারা গেছেন। বিকেল ৩টার কিছু পরে স্টারজিওন লেকে নৌদুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা সেখানে ছুটে যান। ক্যানুটিতে তিনজন পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
কিন্তু বাকি দুজন পানিতে ভেসে থাকতে না পেরে প্রাণ হারান।
রাকিবের মরদেহ ঢাকায় পৌঁছবে শুক্রবার, দাফন শনিবার : টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিবের জানাজা ও দাফনসংক্রান্ত আনুষ্ঠানিকতার সম্ভাব্য সময়সূচি নির্ধারিত হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (১১ জুন) কানাডার টরন্টো শহরের ড্যানফোর্থ এলাকার সুন্নাতে জামাত মসজিদে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) মরদেহ ঢাকার উদ্দেশে কানাডা থেকে রওনা হবে এবং শুক্রবার (১৩ জুন) রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। পরে মরদেহ সরাসরি নেওয়া হবে বনানী বা পুরনো ডিওএইচএস এলাকার বাসভবনে।
জানা গেছে, ১৪ জুন (শনিবার) সকালে বিজিএমইএ ভবনে রাকিবের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী বা পুরনো ডিওএইচএস মসজিদে আরো একটি জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল।