সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচার করা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংবিধানের ২৭, ৩১ ও ৩৫(৩) অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
গতকাল মঙ্গলবার এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন সচিব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে স্বীকৃত। আর স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার।
পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সরাসরি সম্প্রচার করা হয়। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুসারে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বিচার একটি মৌলিক অধিকার। আদালত রুল দিয়েছেন। চূড়ান্ত শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।’ আগামী ২৬ জুন এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
ট্রাইব্যুনালের অনুমতিতে সরাসরি সম্প্রচার করা যাবে বিচার কার্যক্রম
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেসব মামলার বিচার কার্যক্রম গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বা রেকর্ডকৃত পদ্ধতিতে প্রচার করা যাবে। তবে এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে।