জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। অন্যদিকে স্পেন সরকার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। তবে বহুপক্ষীয় দুটি ফোরামের সম্মেলনে সশরীর যাচ্ছেন না প্রধান উপদেষ্টা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হবে তৃতীয় ওশেন কনফারেন্স।