ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের রুল

সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাবর আবেদন করেন আইনজীবী মনির উদ্দিন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুজনের রিমান্ডের আদেশ দেন।

মন্তব্য

পিএসসির নতুন তিন সদস্যের শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পিএসসির নতুন তিন সদস্যের শপথগ্রহণ

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। নতুন তিন সদস্য হলেন মো. মহিউদ্দিন, মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ও এম আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা।

এ সময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ আগস্ট সরকারি কর্ম কমিশনে (পিএসসি) তিনজন সদস্য নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

‘পিআর নয়, নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে’

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘পিআর নয়, নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, পিআর পদ্ধতি জনগণ মানে না। জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে। পিআর দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

  গতকাল রবিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লা বুলু এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচিত সরকার ছাড়া এসব টাকা ফেরত আনা সম্ভব নয়। তাই অচিরেই পিআর পদ্ধতি বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

 

মন্তব্য

একটু কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন

শেয়ার
একটু কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন
একটু কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন। গতকাল রাজধানীর শাহজাদপুর থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সর্বশেষ সংবাদ