মায়ানমার ও থাইল্যান্ডে গত ২৮ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে মায়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে একটি বৃহৎ মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে। মানবিক মিশন শেষে গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটি নৌবাহিনীর জাহাজযোগে দেশে ফিরেছে।
গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী উদ্ধারকারী ও চিকিৎসকদলের সদস্যদের সম্মানে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান উদ্ধারকারী ও চিকিৎসকদলের প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।